• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    কোহলি আগের কোহলিই থাকবেন

    কোহলি আগের কোহলিই থাকবেন    

    অনেকটা আকস্মিকভাবেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলিই এখন তিন সংস্করণের অধিনায়ক । কোহলি অবশ্য বলছেন, এতে তাঁর খেলায় কোন পরিবর্তন আসবে না।

    ধোনির পর তিনিই অধিনায়ক হবেন সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল। তবে কোহলি হয়তো দায়িত্বটা কিছুটা আগেই পেয়ে গিয়েছেন। পুরোদস্তুর অধিনায়ক হয়ে যাওয়ার পরেও তাঁর খেলোয়াড়ি জীবনটা আগের মতোই থাকবে বলে মনে করেন, “সত্যি বলতে আমার মোটেও অন্যরকম অনুভূতি হচ্ছে না। শুধু অধিনায়ক হওয়াটাই পরিবর্তন, বাকি সব একই আছে। আমি শুধু ভারতের অধিনায়ক হিসেবে টস করতে যাওয়া নিয়েই উচ্ছ্বসিত।”

     


     

    ধোনির থেকে পাওয়া পরামর্শগুলোই কাজে লাগাবেন কোহলি, “আমি তাঁর থেকে গত কয়েক বছরে অনেক কিছুই শিখেছি। তাঁর সফলতার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে তিনি খেলাটা খুব ভালো বোঝেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজান। এটাই তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল। কঠিন পরিস্থিতি থেকে কীভাবে বের হয়ে আসতে হয় সেটা তিনি খুব ভালোমতোই দেখিয়েছেন।”