• অস্ট্রেলিয়ান ওপেন
  • " />

     

    নয় বছর পর সেরেনা-ভেনাস ফাইনাল

    নয় বছর পর সেরেনা-ভেনাস ফাইনাল    

    দুজনের বয়সটা তো কম হলো না। তবে এই ‘বুড়ো’ বয়সেও দুই বোন প্রমাণ করে দিলেন, তাঁরা ফুরিয়ে যাননি! অস্ট্রেলিয়ান ওপেনের ‘স্বপ্নের ফাইনালে’ উঠে গিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা ও ভেনাস উইলিয়ামস। এরে আগে ৮ বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়েছেন দুজন।  শেষবার তাঁদের দেখা হয়েছিল ২০০৯ সালের উইম্বল্ডন ফাইনালে।

     

    গত কয়েকটা বছর খুব একটা ভালো যায়নি ৩৬ বছর বয়সী ভেনাসের। শেষবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন ২০০৯ সালে। নিজের ছায়া হয়ে থাকা ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাসের শেষটাও দেখে ফেলেছিলেন অনেকেই। আজ স্বদেশী  কোকো ভ্যান্দেওয়েগকে ৬-৭(৩-৭), ৬-২, ৬-৩ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে সব সমালোচনার জবাব দিয়েছেন। মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলবেন ভেনাস। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সী দুজন ফাইনালিস্টও এবারই প্রথম খেলছে। 

     

     

    প্রথম সেটে ট্রাইবেকারে হেরে গিয়ে শুরুতেই একটা ধাক্কা খেয়েছিলেন ভেনাস। তবে পরের দুই সেটে একেবারেই পাত্তা পাননি ভ্যান্দেওয়েগ। এই জয়ে ২০০৩ সালের পর আবারো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। কখনোই এই শিরোপা না জেতা ভেনাসের চোখেমুখে আনন্দের ছাপটা স্পষ্ট ছিল ম্যাচ শেষে।

     

    অন্যদিকে স্বপ্নের মতো একটা অস্ট্রেলিয়ান ওপেন কাটানো মির্জানা লুচিচ পাত্তাই পাননি সেরেনার কাছে। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণটা নিজের হাতে রেখেছিলেন সেরেনা। পুরো ম্যাচে মাত্র ৩টি গেম জিতেছেন লুচিচ। ৬-১,৬-২ সেটের জয়ে গত বছরের মতো আবারো ফাইনালে উঠলেন সেরেনা।

     

     

    শেষবার যখন একসাথে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন দুই বোন, সেরেনার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভেনাসের। এবারো কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? নাকি ছোট বোনকে হারিয়ে প্রথমবারের মতো রড লেভার এরেনাতে ট্রফি তুলে ধরবেন ভেনাস?