• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'ভারতের বিপক্ষে ধবলধোলাই হবে অস্ট্রেলিয়া'

    'ভারতের বিপক্ষে ধবলধোলাই হবে অস্ট্রেলিয়া'    

    সিরিজ শুরু হতে আর বেশিদিন বাকি নেই।এবারো মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের কথার লড়াই। ভারতের সাবেক অধিনায়ক  সৌরভ গাঙ্গুলী বলেছেন, ভারতের মাটিতে এবারের সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই হলেও অবাক হবেন না তিনি!

     

    গত কয়েক বছর ধরেই ঘরের মাটিতে প্রায় ‘অজেয়’ কোহলির দল। ২০১২ সালে ইংল্যান্ডের সঙ্গে ওই হারের পর নিজেদের মাঠে তারা অপরাজিত। গাঙ্গুলী মনে করেন, অস্ট্রেলিয়ারও একই পরিণতি হবে, “অন্য দলগুলোর মতো অস্ট্রেলিয়াও এখানে এসে সমস্যার মুখোমুখি হবে। ভারতকে নিজেদের মাটিতে হারানো খুব কঠিন কাজ। ২০০১ সালে যখন অস্ট্রেলিয়া এখানে এসেছিলো, সেই দলটা তাঁদের ইতিহাসের অন্যতম সেরা দল ছিল। ওয়াহ, ওয়ার্ন, ম্যাকগ্রা, গিলেস্পিদের নিয়ে গড়া দলটাও আমাদের হারাতে পারেনি। কিছুদিন আগে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হেরেছে। আমার তো মনে হয় এবার অস্ট্রেলিয়াও ৪-০ তে সিরিজ হেরে ধবলধোলাই হবে!”

     

     

    অশ্বিন-জাদেজার স্পিন বিষে ঘায়েল হয়েছে উইলিয়ামসন, কুকরা। তারুণ্যনির্ভর দল নিয়ে ভারতের স্পিনিং উইকেটে অজিদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেই জানিয়েছেন গাঙ্গুলী, “ভারতে সাফল্য পেতে হলে আপনাকে স্পিনের বিপক্ষে ভালো ব্যাটিং করতে হবে। এর কোনোই বিকল্প নেই। অশ্বিন ও জাদেজা এখন দারুণ ফর্মে আছে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা তাঁদের দুজনকে কীভাবে সামলাবে সেটাই এখন দেখার বিষয়।”

    আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু হবে ৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।