• মেয়েদের ক্রিকেট
  • " />

     

    দাপুটে জয়ে সুপার সিক্স শুরু রুমানাদের

    দাপুটে জয়ে সুপার সিক্স শুরু রুমানাদের    

    স্কোর

    আয়ারল্যান্ড ৪৪.১ ওভারে ১৪৪ (শিলিংফোর্ড ৩৭, ডেলানি ৩৭; জাহানারা ৩/২১, পান্না ২/১৬, খাদিজা ২/২৬, রুমানা ২/৫০)

    বাংলাদেশ ৩৯.১ ওভারে ১৪৫ (শারমিন ৫২, ফারজানা ৩৪*, রুমানা ২৪*)

    ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী


    জয় দিয়েই সুপার সিক্স শুরু করল বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের সঙ্গে সেই জয়টা এসেছে সহজেই, ১৪৪ রানের লক্ষ্যটা ১০ ওভার ৫ বল এবং ৩ উইকেট হাতে রেখেই টপকে গেছে বাংলাদেশ।

    টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক রুমানা। শুরুতেই আঘাত হানেন জাহানারা, প্রথম ১৫ রানেই ফিরিয়ে দিয়েছেন দুই ওপেনারকে। এরপর তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে শিলিংফোর্ড ও কেন্ডাল হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু খাদিজাকে কেন্ডাওলে আউট করার বিপজ্জনক হয়ে উঠতে থাকা শিলিংফোর্ডকে ফিরিয়ে দিয়েছেন সালমা। এরপর ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি গড়ে আবার ম্যাচে ফেরার চেষ্টা করেছিল আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতেই উইকেট নিয়ে গেছেন। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে আয়ারল্যান্ড অলআউট হয়ে গেছে ১৪৪ রানে। ৩ উইকেট নিয়েছেন জাহানারা, ম্যাচসেরার পুরস্কারও গেছে তাঁর হাতে।

    রান তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনাররা বেশ ভালো একটা শুরুই এনে দিয়েছিলেন। ৪০ রানে শারমিন সুলতানার বিদায়ের ১৩ রান পর ফিরে যান সানজিদা ইসলামও। এর পর শারমিন আখতার ও ফারজানা হক তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে নুয়ে যান। শারমিন ৫২ রানে আউট হয়ে গেলেও ফারজানা ও রুমানা মিলে দলকে পাইয়ে দিয়েছেন সহজ জয়। পরশু শক্তিশালী ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।