• মেয়েদের ক্রিকেট
  • " />

     

    এক ইনিংসেই ৪৯০ রান করল নিউজিল্যান্ডের মেয়েরা

    এক ইনিংসেই ৪৯০ রান করল নিউজিল্যান্ডের মেয়েরা    

    ওয়ানডেতে ৫০০ রান? এক সময় সেটা ছিল অসম্ভব কল্পনা। ছেলেদের ক্রিকেটে অবশ্য ৪৪৪ এর বেশি কেউ করতে পারেনি। তবে নিউজিল্যান্ডের মেয়েরা আজ আরেকটু হলেই ওয়ানডেতে ৫০০ রান করে ফেলেছিল। আয়াল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত তারা থামে ৪৯০ রানে। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলে এটাই ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড।

    মেয়েদের ক্রিকেটে আগের রেকর্ডও ছিল নিউজিল্যান্ডের, ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে করা সেই ৪৫৫ রানের রেকর্ড টিকে ছিল দীর্ঘ ২১ বছর। সেই রেকর্ড এবার নিজেরাই ভেঙে দিলেন কিউই মেয়েরা। সবাই কমবেশি রান করেছেন, সবচেয়ে বেশি ১২৭ বলে ১৫১ রান করেছেন সুজি বেটস। ১২১ রান করেছেন ম্যাডি গ্রিন, তবে নিউজিল্যান্ডের রান ৫০০র কাছাকাছি যাওয়ার মূল কৃতিত্ব অ্যামেলিয়া কেরের। ৪৫ বলে ৮১ করে অপরাজিত ছিলেন কের। আয়ারল্যান্ডের সব বোলারই ভুগেছেন কম বেশি, তবে ১০ ওভারে ১১৯ রান দিয়ে সবচেয়ে বেশি তোপ গেছে ক্যারা মারের ওপর।

    ছেলেদের ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৪৪ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের, দুই বছর আগে পাকিস্তানের সঙ্গে করেছিল তা।