• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    তাহির জাদুতে আফ্রিকার সহজ জয়

    তাহির জাদুতে আফ্রিকার সহজ জয়    

    সংক্ষিপ্ত স্কোর-

    দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৮৫/৬ ( আমলা ৬২, বোল্ট ২/৮)

    নিউজিল্যান্ড ১৪.৫ ওভারে ১০৭ ( ব্রুস ৩৩, তাহির ৫/২৪)

    ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৭৮ রানে জয়ী

    ম্যান অফ দা ম্যাচঃ ইমরান তাহির


     

    ১২ বছর আগে এই দিনেই অকল্যান্ডে সূচনা হয়েছিল নতুন এক ইতিহাসের। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। আজ সেই অকল্যান্ডের ইডেন পার্কেই ইমরান তাহিরের স্পিন জাদুতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ৭৮ রানে হেরে গিয়েছে কিউইরা।

     

    ১৮৬ রানের লক্ষ তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় উইলিয়ামসনের দল। তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন ক্রিস মরিস। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দল। টম ব্রুস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন বটে। তবে ইমরান তাহির সেটাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। তাঁর ঘূর্ণিজাদুতে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সাউদিরা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরাও হয়েছেন।

     


    আগের দুদিন অকল্যান্ডে বৃষ্টির পরিমাণ দেখে সবাই ভেবেছিলেন, আজ হয়তো ম্যাচ মাঠেই গড়াবে না। তবে আজ কিছুটা হলেও আবহাওয়া ক্রিকেটের অনুকূলে ছিল। টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক। অল্প রানের মাঝে ডি কক ফিরলেও হাশিম আমলার দারুণ এক ইনিংসে বড় রানের ভিত গড়ে দল। আমলাকে ভালোই সঙ্গ দিয়েছেন ডু প্লেসি, ডি ভিলিয়ার্স ও ডুমিনি। নিজের জন্মদিনে ছোট্ট একটা  ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন এবি, ১৭ বলে করেছেন ২৬ রান। শেষ পর্যন্ত ১৮৫ রানের বড় স্কোর করে দক্ষিণ আফ্রিকা।