• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    দুরন্ত ফিফটিতে শুরু তামিমের পিএসএল

    দুরন্ত ফিফটিতে শুরু তামিমের পিএসএল    

    পেশওয়ার জালমির হয়ে নিজের শুরুটা দুর্দান্তই করেছেন তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ নিজের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেছেন বাংলাদেশী ওপেনার। 

    শারজায় পিএসএলের নবম ম্যাচে টসে জিতে গ্ল্যাডিয়েটরস ব্যাটিংয়ে পাঠায় জালমিকে। জুলফিকার বাবরকে চার মেরে শুরু করেন তামিম। ফিফটিও করেন বাবরকে ছয় মেরেই। শেষ পর্যন্ত চারটি করে চার ও ছয়ে ৬২ রান করার পর বৃষ্টি হানা দেয় চতুর্থবারের মতো। 

    বৃষ্টির কারণে নয় ওভারে ৭৯ রানের লক্ষ্য দেয়া হয়েছিল গ্ল্যাডিয়েটরসকে। শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়েছে ম্যাচটি।