• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    আবারো অবসরের ঘোষণা দিলেন আফ্রিদি

    আবারো অবসরের ঘোষণা দিলেন আফ্রিদি    

    তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহুবার এই একই ঘোষণা এসেছে। ‘ক্রিকেট ছেড়ে দিচ্ছেন’, এই কথা বলার পরেও ফিরে এসেছেন। এবার আবারো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শহীদ আফ্রিদি। পিএসএল চলার সময় সাংবাদিকদের এই কথা জানান তিনি। 

     

    টি-টোয়েন্টি দলে ফেরার আশায় ছিলেন অনেকদিন ধরেই। পিসিবির কাছে ‘সম্মানসূচক বিদায়ী ম্যাচের’ আশাও করেছিলেন। তবে এখন এসবের অপেক্ষা না করে ক্রিকেটকে বিদায় জানাতে চান, “আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছি। ভক্তদের জন্যই খেলে যাচ্ছি, আগামী দুই বছর ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাবো আশা করি।”

     

     

    অবসরের পর নিজের ক্রিকেট একাডেমির দিকেই মনোযোগ দিবেন আফ্রিদি, “এখন আমার কাছে নিজের ফাউন্ডেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। আমি পুরো ক্যারিয়ারে দেশের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়েছি। এখন থামতে চাই।”

     

    সাদা পোশাকে আফ্রিদিকে শেষবার দেখা গিয়েছে ২০১০ সালে।  ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে থেকেও অবসর নিয়েছিলেন। তবে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে গিয়েছেন। ২০১৬ সালের মার্চের পর তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়নি।