ডি ভিলিয়ার্সের নতুন রেকর্ড
প্রাপ্তির খাতায় রেকর্ড কম নেই। এবার এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে জমা হলো আরেকটি রেকর্ড। ভারতের সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ভেঙ্গে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৯০০০ রান পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে এবি করেছেন এই কীর্তি। লকি ফারগুসনের বলে চার মেরেই ৯ হাজার রান স্পর্শ করেন। ৩৩ বছর বয়সী এবি এই মাইলফলক স্পর্শ করতে নিয়েছেন ২০৫ ইনিংস। অন্যদিকে গাঙ্গুলী সময় নিয়েছিলেন ২২৮ ইনিংস। ৯ হাজারি ক্লাবের ১৮ জন ব্যাটসম্যানের মাঝে এবির স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি (৯৯.৯৪)।
ওয়ানডেতে দ্রুততম সময়ে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ ও ৬০০০ রানের রেকর্ডটি এবির সতীর্থ হাশিম আমলার। ৭০০০ রানের রেকর্ডটি ভারতের বিরাট কোহলির দখলে।