• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ওয়ার্নের ইটের পর ভনের পাটকেল

    ওয়ার্নের ইটের পর ভনের পাটকেল    

    দুজনই অনেক বছর হলো খেলা ছেড়েছেন। তবে এতগুলো বছরেও দুজনের মাঝে প্রতিদ্বন্দ্বিতা একবিন্দুও কমেনি। সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা দিতে ছাড়েন না সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কালও ব্যতিক্রম হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের দুরবস্থা দেখে ইংল্যান্ডকে নিয়ে মজা করায় হালকা ‘তর্কযুদ্ধ’ হয়েছে ওয়ার্ন ও ভনের।

     

    অজি স্পিনার স্টিভ ওকিফের অবিশ্বাস্য বোলিংয়ে মুহূর্তেই ভেঙ্গে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১ রানেই শেষ ৭ উইকেট হারিয়েছে কোহলিরা। অথচ এই ওকিফকে কেনো দলে নেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছিলেন ওয়ার্ন। তবে এরকম পারফরম্যান্সে দূর হয়েছে তাঁর ভুল ধারণাও। অজি বোলারদের প্রশংসা করার সাথে সাথে কিছুদিন আগেই ভারতে নাকানি চুবানি খাওয়া ইংলিশদের একটু খোঁচাও দিয়েছে, “পুনেতে দারুণ একটা ম্যাচ দেখতে পাচ্ছি। ভন, তুমি চুপ কেনো? তোমার দলের তো খারাপ অবস্থা হয়েছিল ভারতেই! অজিদের সাফল্য দেখে নিশ্চয়ই কষ্ট লাগছে?”

     

     

    ভনও কম যান না। ওয়ার্নকে মনে করিয়ে দেন, তিনি তো ওকিফকে দলেই চাননি, “যদি তোমার কথা শুনে ওফিককে দলে না নিত তাহলে ভালোই হতো! ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলছি, আপনারা ওয়ার্নকে নির্বাচক করুন, এটাই আগামী অ্যাশেজ জয়ের একমাত্র উপায় হতে পারে!”