• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    সাকিব-তামিমদের কাছে ম্লান মাহমুদউল্লাহরা

    সাকিব-তামিমদের কাছে ম্লান মাহমুদউল্লাহরা    

    সংক্ষিপ্ত স্কোর

    কোয়েটা গ্ল্যাডিয়েটরস ২০ ওভারে ১২৮ ( পিটারসেন ৪১, আসগর ৩/৩৩)

    পেশোয়ার জালমি ১৯.২ ওভারে ১৩০/৮ ( আফ্রিদি ৪৩*, মাহমুদউল্লাহ ৩/৩১)

    ফলাফল- পেশোয়ার জালমি ২ উইকেটে জয়ী।


     

    ৯ বলে দরকার ১৬ রান, হাতে মাত্র দুই উইকেট। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্যে কী আছে তখনও বোঝা যাচ্ছিল না। শেষ পর্যন্ত শহীদ আফ্রিদির একক কৃতিত্বে জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব-তামিমের পেশোয়ার জালমি। পিএসএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ২ উইকেট হারিয়েছে তাঁরা।

     

    অথচ একটা সময় মনে হচ্ছিল ১২৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অল্পতেই অলআউট হয়ে যাবে সাকিবরা। শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝপথে এসে পথ হারিয়ে ফেলে জালমি। মাত্র ২ রানের ব্যবধানে ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন আফ্রিদি। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ে বন্দরে নিয়ে যান। ব্যাট হাতে সাকিব, তামিম দুজনই খুব আহামরি কিছু করতে পারেননি। জাতীয় দলের সতীর্থ তামিমের উইকেটসহ মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। 

     

    প্রথমে ব্যাট করতে নেমে কেভিন পিটারসেন ও রাইলি রুসোর ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর দাঁড় করায় সরফরাজ আহমেদের দল। মোহাম্মদ আসগরের বোলিং তোপে তিনজন ছাড়া দলের কেউই দুই অংকের মুখ দেখেননি। তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনিই। সাকিব তুলে নেন একটি উইকেট।