• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ভারতের হারে পিচকে দুষলেন হরভজন

    ভারতের হারে পিচকে দুষলেন হরভজন    

    এই অস্ট্রেলিয়া দলকেই ভারত সফর করা সবচেয়ে ‘দুর্বল’ দল হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই ‘দুর্বল’ অজিরাই ঘরের মাটিতে উড়তে থাকা প্রায় ‘অজেয়’ ভারতকে মাটিতে নামিয়ে এনেছে। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং এখন বলছেন, পিচের কারণেই হেরেছে কোহলিরা।

     

    সিরিজ শুরুর আগে বলেছিলেন, ভালো খেললেও ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যাবে স্মিথের দল। আর খারাপ খেললে তো ধবলধোলাই নিশ্চিত। পুনে টেস্টে অবিশ্বাস্য এক জয় পাল্টে দিয়েছে সব সমীকরণ। স্টিভ ওকিফের স্পিন জাদুতে ধরাশায়ী হয়েছেন কোহলি-পূজারারা। ম্যাচ শেষে হরভজন জানিয়েছেন, পুনের পিচই মূলত ভারতের হারের জন্য দায়ী, “ দারুণ একটি ইনিংস খেলেছে স্মিথ। তবে পিচের অবস্থা করুণ ছিল, প্রত্যেকটা বল খেলাই কঠিন মনে হচ্ছিল!”

     

     

    প্রথম ইনিংসে মাত্র ১১ রানের ব্যবধানেই ৭ উইকেট হারিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসেও প্রায় একই অবস্থার মুখোমুখি হয়েছে তাঁরা। অধিনায়ক কোহলি বলেছেন, এই পরাজয়টা দরকার ছিল দলের জন্য। হরভজনও মনে করেন, সামনের ম্যাচ ঘুরে দাঁড়াবে দল, “ এরকম পিচে দারুণ খেলে জয়ের জন্য অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। আশা করি পরের ম্যাচগুলোতে ভালো পিচে খেলা হবে এবং ফলাফলটা আমাদের পক্ষেই যাবে।”

    আগামী ৪ মার্চ ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।