কোহলি বললেন, হারটা দরকার ছিল
টানা ১৯ টেস্ট অপরাজিত থাকার পর দেশের মাটিতে ৩৩৩ রানের পরাজয়। উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে আনতে তিনদিনও প্রয়োজন হয় নি স্মিথ অ্যান্ড কোংয়ের। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির এমন শুরুতে ভেঙে পড়ারও কোনো কারণ দেখছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বরং বলছেন, বাস্তবতা বোঝার জন্য এ ধরণের একটা হার তাঁর দলের দরকার ছিল।
২০১৫ সালের আগস্টে শ্রীলংকার বিপক্ষে গলে ৬৩ রানে হেরেছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে এরপর গত দেড় বছরে আর কোনো টেস্ট হারতে হয় নি। লম্বা জয়রথে নতুন করে ছেদ পড়াটা খুব বড় করে দেখতে চাইছেন না কোহলি, “এটা এমন কিছু না, আর একটা আন্তর্জাতিক ম্যাচই। একটা ম্যাচ জিতলে যেমন অতি উত্তেজিত না হয়ে পা মাটিতে রাখা উচিত, হারলেও সেটার অন্যথা হওয়া উচিত নয়।”
ভারতের অধিনায়ক মনে করিয়ে দিচ্ছেন গলের পরাজয় কীভাবে তাঁদের সাহায্য করেছিল, “ব্যর্থতা বা হার আসলে আমাদের জন্য শেখার উপলক্ষ্য। এবং শেষবার যখন আমরা এমন খেলেছিলাম (গলে), এরপর থেকে আমরা আমাদের সেরা একটা সময়ই কাটিয়ে এসেছি।”
কেন হারটা প্রয়োজন ছিল সে ব্যাখ্যাও দিচ্ছেন বিরাট, “আমি বলবো এমন একটা কিছু আমাদের দরকার ছিল বাস্তবতা বোঝার জন্য এবং কোন জিনিসগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা জানার জন্য। আমাদের এই শিক্ষাটা প্রয়োজন ছিল যে কোনো অবস্থাতেই কোনোকিছু অবধারিত মনে করে বসে থাকার সুযোগ নেই, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ের টেস্ট ক্রিকেটে।”