প্যাটেল-স্যান্টনার 'বোলিং জুটির' অনন্য রেকর্ড
সাধারণত ইনিংসের শুরুটা ফাস্ট বোলারদের দিয়েই করান ফিল্ডিং করতে নামা দলের অধিনায়ক। খুব বেশি হলে একপ্রান্তে স্পিন আনেন। তবে আজ কেন উইলিয়ামসন দুই প্রান্ত থেকেই স্পিনারদের দিয়ে বল করিয়ে নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচের প্রথম ইনিংসে শুরুর দুই ওভার করেছেন নিউজিল্যান্ডের দুই স্পিনার জিতান প্যাটেল ও মিচেল স্যান্টনার।
সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে বল করতে নেমে প্রথম ওভারেই প্যাটেলের হাতে বল তুলে দেন উইলিয়ামসন। নিজের তৃতীয় বলেই কুইন্টন ডি কককে ফেরা তিনি। পরের ওভারে অন্য প্রান্ত থেকে বোলিং করেন স্যান্টনার।
ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসের সময় দুই প্রান্ত থেকে স্পিন আনা নতুন ঘটনা নয়। ৮ বার এরকম করেছেন অধিনায়কেরা, এর মাঝে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। ২০১৫ সালের ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৯ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই সাকিব ও তাইজুল ইসলাম বোলিং করেন।