• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন বিজয়

    পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন বিজয়    

    পিএসএল ফাইনাল খেলতে এনামুল হক বিজয়, এমন একটা গুঞ্জন বেশ কদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল বাতাসে। অবশেষে সেটিই সত্যি হয়েছে, বোর্ডের অনুমতিপত্র পেয়েছেন এনামুল হক বিজয়। ৫ মার্চের ফাইনাল খেলতে খুব শিগগিরই উড়ে যাচ্ছেন লাহোরে।

    পিএসএলের ফাইনাল নিয়ে গত কয়েক দিন ধরেই বেশ চাপান উতোর চলছে। লাহোরের বেশ কয়েকটি বোমা হামলার পর এই ফাইনালের ভবিষ্যত নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। এমনকি ইমরান খান, জাভেদ মিয়াঁদাদের মতো সাবেকরাও এই ব্যাপারটাকে বলছেন পাগলামি। তবে পিসিবি শেষ পর্যন্ত লাহোরেই ফাইনাল আয়োজনের সিদ্ধান্তে অটল আছে। লুক রাইট, কেভিন পিটারসেনের মতো অনেকে এর মধ্যেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তখনই শোনা যাচ্ছিল, কোয়েটা গ্ল্যাডিয়েটরস বাংলাদেশের এনামুল হক বিজয়কে চাইছে। বিজয়ও আগ্রহী হওয়ায় বিসিবির কাছে অনুমতিপত্রের ব্যাপারে আবেদন করেছিলেন।

    এদিকে পিসিবি আবার চাইছিল, ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তান সফরে আসুক। পিএসএলের ফাইনালকে সেই লক্ষ্যেই একটা ধাপ হিসেবে দেখছে। বিসিবিও এই স্পর্শকাতর ইস্যুতে সায় দিতে সময় নিয়েছে। শেষ পর্যন্ত বিজয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই তাঁকে পাকিস্তান যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।