• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন উইলিয়ামসন

    নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন উইলিয়ামসন    

    স্কোর

    দক্ষিণ আফ্রিকা ৩০৪

    নিউজিল্যান্ড ৫৫ ওভারে ১৭৭/৩ (উইলিয়ামসন ৭৮*, রাভাল ৫২; মহারাজ ২/৫৭)


    প্রথম দুই দিন শেষে ডানেডিন টেস্টে কারা এগিয়ে? দক্ষিণ আফ্রিকার চেয়ে প্রথম ইনিংসে মাত্র ১৩১ রান পিছিয়ে আছে নিউজিল্যান্ড, হাতে আছে আরও সাত উইকেট। সবচেয়ে বড় কথা, ভরসা হয়ে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে আসলে নিউজিল্যান্ডের হাতে আছে সাত উইকেট, চোট পেয়ে যে মাঠ ছেড়েছেন রস টেলর। দ্বিতীয় দিন শেষে যে নিউজিল্যান্ডই এগিয়ে গেছে, সেটা খুব জোর দিয়ে বলা যাচ্ছে না।

    আগের দিন ৪ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিন যার বোল সবচেয়ে বেশি ভুগিয়েছে, সেই নিল ওয়াগনারই সকালে প্রথম হাসি এনে দিলেন নিউজিল্যান্ডকে। ডিন এলগার সেঞ্চুরি করে ফেলেছিলেন আগেই, সকালে আউট হওয়ার আগে করেছেন ১৪২ রান। তবে এরপর ডি কক বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি টেন্ডা বাভুমাকে, আউট হয়ে গেছেন ১০ রান করেই। বাভুমা অবশ্য ততক্ষণে পেয়ে গেছেন ফিফটি, কিন্তু এরপর খুব বেশিক্ষণ আর উইকেটে থাকেননি। শেষদিকে ভারনন ফিল্যান্ডারের ২১ রানেই শেষ পর্যন্ত ৩০০ ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। লেট সুইংয়ে সর্বনাশ করেছেন ট্রেন্ট বোল্ট, চার উইকেট নিয়ে তিনিই ছিলেন দক্ষিণ আফ্রিকার মূল হন্তারক।

    ব্যাট করতে নেমে শুরুতেই একটা ধাক্কায় খায় নিউজিল্যান্ড। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা টম ল্যাথাম ১০ রান করেই আউট হয়ে যান। জিট রাভালের সঙ্গে কেন উইলিয়ামসন এরপর ১০২ রানের জুটি গড়ে বিপর্যয়টা সামাল দিয়েছিলেন। কিন্তু এরপরেই কেশব মহারাজের বলে ফিরে যান রাভাল। নিউজিল্যান্ড সবচেয়ে বড় ধাক্কাটা খায় এর পরেই, মাত্র ৮ করেই পেশীতে টান খেয়ে মাঠ ছেড়ে যান রস টেলর। হেনরি নিকোলসও বেশিক্ষণ থাকেননি, তাঁকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন কেশব মহারাজ। জিতান প্যাটেলকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি উইলিয়ামসন।