• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    আগুনের জন্য বন্ধ খেলা

    আগুনের জন্য বন্ধ খেলা    

    ডুনেডিনের গ্র্যান্ডস্ট্যান্ডে তখন বেজে চলেছে ফায়ার-অ্যালার্ম। দর্শকদের সরিয়ে নেয়া হচ্ছে সেখান থেকে। এরপর সব স্ট্যান্ড থেকেই সরিয়ে নেয়া হলো সবাইকে। এলো দমকল কর্মী। বন্ধ থাকলো খেলা। ক্রিকেটারদের যেতে বলা হলো খোলা জায়গায়। ইউনিভার্সিটি ওভালে আতঙ্ক ছড়িয়ে পড়ারই কথা!

     

    পাশের হকি স্টেডিয়াম থেকে আনা হলো পানিবাহী যন্ত্র। বেজে চললো সাইরেন! এবার বের হয়ে যেতে বলা হলো মাঠের সবাইকেই!

     

    টিভি কর্মী, ধারাভাষ্যকার, মাঠের কর্মকর্তা, কর্মী সবাইকেই সরে যেতে বলা হলো। মানে পুরো মাঠই খালি করতে বলা হলো! মাঠের মাঝে নেমে এলেন ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার। দুই দলের সব খেলোয়াড়। শুধু খেলোয়াড়-আম্পায়াররাই থাকলেন, পুরো মাঠ ফাঁকা!

    তবে ডুনেডিন ওভালে দুর্ঘটনা ঘটেনি। সেটা ছিল ‘ফলস অ্যালার্ম’। প্রায় ১৭ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা। শুরুতেই স্টিফেন কুকের উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাও চেষ্টা করছে ইনিংস গড়ার, আমলা ও এলগারের ব্যাটে। প্রথম ইনিংসে ৩৩ রানের লিড নিয়েছিল নিউজিল্যান্ড, এর মধ্যেই সেটা কমিয়ে ফেলেছে প্রোটিয়ারা।