• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    আবার শীর্ষে উঠলেন ডি ভিলিয়ার্স

    আবার শীর্ষে উঠলেন ডি ভিলিয়ার্স    

    নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জেতানো পারফরম্যান্স এবি ডি ভিলিয়ার্সকে তুলে দিয়েছে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষে। ৫ ম্যাচ সিরিজে ২৬২ রানে ক্যারিয়ারে দশমবারের মতো র‍্যাংকিংয়ের চূড়ায় উঠলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

     

    শেষ ১৫ আন্তর্জাতিক ওয়ানডের পারফরম্যান্সের ভিত্তিতে করা এ র‍্যাংকিংয়ে ভিলিয়ার্স টপকে গেছেন ডেভিড ওয়ার্নারকে। তিনে আছেন বিরাট কোহলি।

     

    বাংলাদেশীদের মধ্যে এ র‍্যাংকিংয়ে সবার উপরে আছেন মুশফিকুর রহিম, ১৯ নম্বরে।

     

    টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান ২০ নম্বরে। বোলিংয়ে শীর্ষে রবিচন্দন আশ্বিন, সাকিবের অবস্থান ১৫। ওয়ানডে বোলিংয়ের এক নম্বরে ইমরান তাহির, সাকিব এখানে আছেন ৮ নম্বরে।

    তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই অলরাউন্ডারের শীর্ষে আছেন সাকিব।