বৃষ্টির কারণে ড্র ডানেডিন টেস্ট
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ৩০৮ ও ২২৪/৬ ( এলগার ৮৯, ডু প্লেসি ৫৬*, প্যাটেল ২/৭২)
নিউজিল্যান্ড ৩৪১
ফলাফল- ড্র
ম্যান অফ দা ম্যাচ-ডিন এলগার
পঞ্চম দিনে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় ছিল সবাই। বেরসিক বৃষ্টি সেটা আর হতে দিল না। শেষ দিনে একটি বলও মাঠে না গড়ানোয় ড্র হয়েছে ডানেডিনে দক্ষিণ আফ্রিকা- নিউজিল্যান্ডর মধ্যকার টেস্টটি।
সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। আম্পায়াররা কয়েকদফা মাঠ পর্যবেক্ষণের পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
চতুর্থ দিনের খেলা শেষে ৪ উইকেট হাতে রেখে ১৯১ রানে এগিয়ে ছিল প্রোটিয়ারা। দুই ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার।
এদিকে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন কিউই ব্যাটসম্যান রস টেলর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।