• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    'বাংলাদেশের কাছে পরাজয়টা হবে লজ্জাজনক'

    'বাংলাদেশের কাছে পরাজয়টা হবে লজ্জাজনক'    

    নিজেদের শততম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। কলম্বোতে ১৩৯ রানের লিড নেওয়া লংকানদের দ্রুতই গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবেন মুশফিকরা। ম্যাচের চতুর্থ দিনে ১২৬ রান করে বাংলাদেশের পথের কাঁটা হয়ে ছিলেন লংকান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। শেষ দিনের খেলা শুরু হওয়ার আগে তিনি বলেছেন, বাংলাদেশের কাছে পরাজয়টা হবে দলের জন্য ‘লজ্জাজনক’!

     

    সাকিব-মুস্তাফিজদের বোলিং তোপে হুড়মুড় করে ভেঙে পড়ে শ্রীলংকার মিডল অর্ডার। নবম উইকেটে লাকমল- পেরেরা জুটি বুক চিতিয়ে লড়াই করছেন। তবে শেষ পর্যন্ত লিডটা হয়তো লংকানদের জয়ের জন্য যথেষ্ট নাও হতে পারে। করুনারত্নে মনে করে, এই ম্যাচে পরাজয়টা হবে হতাশাজনক, “আমরা আগে কখনোই বাংলাদেশের কাছে টেস্ট হারিনি। এই ম্যাচে পরাজয়টা হবে খুবই লজ্জাজনক। আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। কোনোকিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি।”

     

     

    মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা ছিল লংকান ব্যাটসম্যানরা। করুনারত্নে মনে করেন, মুস্তাফিজই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, “মুস্তাফিজ ম্যাচটা আমাদের নাগালের বাইরে নিয়ে গিয়েছেন। ওই সময় বল রিভার্স সুইং করছিল। তাঁকে খেলতে ব্যাটসম্যানরা কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। এমন না যে তাঁর বোলিং আমরা বুঝতে পারছিলাম না।  আমাদের ওভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসাটা উচিত হয়নি।”

     

    করুনারত্নে এখনো জয়ের ব্যাপারে আশাবাদী, “আমরা যদি এই ম্যাচে হেরে যাই তাহলে নিজেদের দোষেই হারব।  যত দ্রুত সম্ভব ভুলগুলো শুধরে নিতে হবে। ঘরের মাঠে শেষ ছয়টা টেস্টেই আমরা জিতেছি। এখন আমাদের লিড ১৪০ রানের মতো। এটাকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যেতে পারলে ভালো হবে। আমরা নিজেদের সবটুকু দিয়েই জয় পাওয়ার চেষ্টা করব।”