• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    'এই টেস্টের একটা বলও মিস করিনি'

    'এই টেস্টের একটা বলও মিস করিনি'    

    শততম টেস্টে জয়ের আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পর মুশফিকদের অভিনন্দন জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, তিনি এই ম্যাচের একটি বলও মিস করেননি!

     

    ২০০০ সালের প্রথম টেস্ট খেলা বাংলাদেশ দলের সদস্য ছিলেন। ১৭ বছর পর দলের এই জয়ে দারুণ খুশি বাশার, “ আমি এই টেস্টের একটা বলও মিস করিনি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, কারণ ম্যাচে প্রায় সবকিছুই ঠিকঠাকভাবে করেছি। আমার মনে হয়, প্রথম ইনিংসে ১২৯ রানের লিড পাওয়াটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আগের টেস্টেও আমরা লড়াই করেছি। কিন্তু সেবার শ্রীলংকা লিড পাওয়ায় ম্যাচে ফেরা কঠিন হয়ে গিয়েছিল।”

     

     

    ওয়েলিংটন, হায়দরাবাদে শেষ দিনে এসে স্বপ্নভঙ্গ হয়েছে। বাশার মনে করেন, শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলার কারণেই জয়বঞ্চিত হয় বাংলাদেশ, “নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আমি সবসময়ই বিশ্বাস করি, টেস্টে আমাদের যে রেকর্ড  সেটার চেয়ে আমরা ভালো দল।  জয় পাওয়ার জন্য আমাদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে এবং  ধৈর্য রাখতে হবে। এটা শ্রীলংকার বিপক্ষে করতে পেরেছি বলেই জয় এসেছে।”

     

    শততম টেস্ট তো জেতা হয়ে গেলো। হাবিবুল বাশারের প্রত্যাশা, সময়ের সাথে সাথে বাংলাদেশের উন্নতির গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে, “ সিরিজে পিছিয়ে থেকেও আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এতে আমাদের মাঝে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। ওয়ানডেতে আমরা নিয়মিতই ভালো খেলছি, এখন টেস্টেও এটা করতে হবে। আমরা ঠিক পথেই এগোচ্ছি। দলে মুশফিক,তামিম ও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে; সাথে কিছু প্রতিভাবান তরুণও আছে। আশা করি এখন থেকে কেউই কোনো সংস্করণেই বাংলাদেশকে হালকাভাবে নেবে না।"