• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    পানি খেয়েও ওজন বাড়ছে উমর আকমলের !

    পানি খেয়েও ওজন বাড়ছে উমর আকমলের !    

    দল থেকে বাদ পড়েছেন আগেও। দলে আবার ফিরেছেনও। ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের নাম না দেখাটা উমর আকমলের কাছে খুব একটা নতুন কোনো অভিজ্ঞতা নয়। তবে পাকিস্তানের এই ব্যাটসম্যান যে কারণটা দাঁড় করালেন সেটা একটু অদ্ভুতই। কিছু না খেয়েই ওজন বেঁড়ে যাচ্ছে তাঁর, মুটিয়ে যাওয়ার জন্যই বাদ পড়েছেন দল থেকে।

    পাকিস্তানের হয়ে ফর্মটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না উমর আকমলের। তবে পিএসএলে লাহর কালান্দারসের হয়ে খুব খারাপ করেননি। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দলে জায়গা পাননি। সেটার জন্য ফিটনেস সমস্যাকেই দায়ী করছেন উমর, ‘আমি ও আমার ভাই কামরান আকমলের দেহের গড়নটাই এমন, পানি খেলেও আমাদের শরীর মুটিয়ে গেছে বলে মনে হয়। বিশ্বাস করবেন কি না জানি না, গত দুই দিনে আমি চাপাতি বা বিরিয়ানি জাতীয় কিছুই খাইনি। শুধু সালাদা আর বার্বিকিউই খেয়েছি।’ তবে নিজের ছোট ভাই আদনান আকমলের ব্যাপারটা অন্যরকম বলে জানিয়েছেন, ‘তবে আদনানের ব্যাপারটা একটু অন্যরকম। ও অনেক খেলেও ওকে দেখে ঠিক বোঝা যায় না।’

    তবে উমর আকমল ডাক না পেলেও তাঁর ভাই কামরান আকমল ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ঠিকই ডাক পেয়েছেন।