• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    'ক্রিকেটাররা লোভী হয়ে গেছে'

    'ক্রিকেটাররা লোভী হয়ে গেছে'    

    ফিক্সিংয়ের কালো ছায়া ভালোভাবেই ঘিরে ধরেছে পাকিস্তান ক্রিকেটকে। এবারের পিসিএলের শুরু থেকে ক্রিকেটারদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এরই মাঝে নিষিদ্ধ হয়েছেন পাঁচজন ক্রিকেটার। পাকিস্তান জাতীয় দলের কোচ মিকি আর্থার বলেছেন, ক্রিকেটারদের ‘লোভ’ বেড়ে যাওয়ার কারনেই এসব হচ্ছে।

     

    একের পর এক নিষেধাজ্ঞার ঘটনায় হতাশ আর্থার, “ক্রিকেটাররা অনেক লোভী হয়ে গেছে। এটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অশনি সংকেত। আমি খুব বেশি হতাশ এসব নিয়ে। পাকিস্তান ক্রিকেট এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাম্প্রতিক সময়ে। পিসিবিসহ সব বোর্ডের উচিত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। সবাই একত্রে কাজ করলেই এটার সমাধান আসবে।”

     

     

    শারজিল খানের নিষেধাজ্ঞার খবরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন পাকিস্তান কোচ, “সে তিন ফরম্যাটেই পাকিস্তান দলের নিয়মিত সদস্য ছিল। ভবিষ্যতে দলের জন্য অনেক কিছু করতে পারতো। তাঁর নিষেধাজ্ঞার খবরটি খুব কষ্টদায়ক দলের সবার জন্য।”