• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'ইতিহাস গড়েই সিরিজ জিতবে অস্ট্রেলিয়া'

    'ইতিহাস গড়েই সিরিজ জিতবে অস্ট্রেলিয়া'    

    তাঁর ব্যাটিং দৃঢ়তা ভারতকে ‘উপহার’ দিয়েছে একরাশ হতাশা। রাঁচি টেস্টের পঞ্চম দিনে শন মার্শকে সাথে নিয়ে মাটি কামড়ে ক্রিজে টিকে ছিলেন। শেষ টেস্টের আগে পিটার হ্যান্ডসকম্ব বলছেন, ধর্মশালায় জিতে ২০০৪ সালের পর আবারো ভারতের মাটিতে সিরিজ জয়ে সক্ষম অস্ট্রেলিয়া।

     

    সিরিজ শুরুর আগে প্রায় সবাই অস্ট্রেলিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। সাবেক ভারতীয় ক্রিকেটারদের অনেকেই বলেছেন, বড় ব্যবধানেই সিরিজ হেরে বাড়ি ফিরবে অজিরা। তবে সবাইকে ভুল প্রমাণ করে দারুণ লড়াই করেছে স্মিথের দল। হ্যান্ডসকম্ব মনে করেন, সিরিজ জয়টা অসম্ভব কিছু নয়, “ ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ডটা মাথায় আছে। এখানে সিরিজ জেতা কতটা কঠিন ব্যাপার সেটাও জানি। ইতিহাসের দিকে না তাকিয়ে আমরা খেলার দিকেই মনোযোগ দিতে চাই। আগের টেস্টে আমরা যেমন খেলেছি সেটা ধরে রাখতে পারলে অবশ্যই সিরিজ জেতা সম্ভব। ছোটখাটো একটা ইতিহাসও হয়ে যাবে তাহলে!”

     

     

    রাঁচি টেস্ট ড্র করায় দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গিয়েছে বলেই ধারণা হ্যান্ডসকম্বের, “আমরা রাঁচিতে যেভাবে খেলেছি সেটা দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারত ভেবেছিল আমাদের পরাজয় সময়ের ব্যাপার। কিন্তু আমরা সেটা হতে দেয়নি। এটাই প্রমাণ করে সব ধরনের পিচেই আমরা স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে পারি। যদিও রাঁচির পিচে ব্যাটিং করা কঠিন ছিল। তবে আমরা চাপের মাঝেও ম্যাচ বাঁচিয়েছি। এটাই ধর্মশালায় আমাদের সাহস জোগাবে।”