• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    আমলার প্রতিরোধের দিনে উইলিয়ামসনের 'রিভিউ হতাশা'

    আমলার প্রতিরোধের দিনে উইলিয়ামসনের 'রিভিউ হতাশা'    

    সংক্ষিপ্ত স্কোর 

    প্রথম দিনশেষে 

    দক্ষিণ আফ্রিকা ১২৩/৪ (আমলা ৫০, হেনরি ২/২৫) 


     

    সকাল থেকেই আকাশের গোমড়া মুখ দেখে হ্যামিল্টনের দর্শকেরা ভেবেছিলেন, আজ পুরো দিনটাই হয়তো বৃষ্টিতে ভেস্তে যাবে। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে পুরোদিন না হলেও দিনের অর্ধেকের বেশি সময় খেলা হয়নি। শুরুতে ধাক্কা খেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম দিন শেষে হাশিম আমলার হাফ সেঞ্চুরিতে কিছুটা সামলে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

     

    টানা অষ্টম বারের মতো টসে হেরে ফিল্ডিংয়ে নামে কেন উইলিয়ামসনের দল। মাত্র ৫ রানের মাথায় প্রোটিয়াদের দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিল কিউইরা। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে যেতে হয় থেউনিস ব্রুনকে। পরের ওভারে গ্র্যান্ডহোমের বলে ফেরেন আগের ম্যাচ দুর্দান্ত খেলা ডিন এলগার। আমলা-ডুমিনি জুটি প্রাথমিক ধাক্কা সামলান। ওয়াগনার-হেনরিদের বোলিং দারুণভাবে খেলে আমলা তুলে নেন ক্যারিয়ারের ৩২ তম হাফ সেঞ্চুরি। 

     

     

    গত ম্যাচের মতো এবারো রিভিউ ভাগ্য কিউইদের পক্ষে যায়নি। ওয়াগনারের বল ডুমিনির পায়ে লাগলে আবেদন করেন দলের সবাই, কিন্তু আম্পায়ার আঙ্গুল তোলেননি। উইলিয়ামসনও রিভিউ নেননি, পরে দেখা যায় রিভিউ নিলে আউটই হতেন ডুমিনি! ১৮ তম ওভারে রিভিউ নিয়েছিলেন, তবে ডুমিনির পক্ষে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তই বহাল থাকে। ২৯ তম ওভারে নিজেদের শেষ রিভিউটাও নষ্ট করেন কিউই অধিনায়ক। তাঁদের হতাশা কয়েকগুণ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর নিশ্চিত আউট থেকে বেঁচে যান ডু প্লেসি। তাঁর ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপারের হাতে তালুবন্দি হলেও আম্পায়ার আউট দেননি।