• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    নিজের ইতিহাসই নতুন করে গড়লেন তামিম

    নিজের ইতিহাসই নতুন করে গড়লেন তামিম    

    প্রিমিয়ার লিগ শুরুর আগেই বলেছিলেন, মোহামেডানের হয়ে এবার দারুণ কিছু করতে চান। নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচ খেলতে পারেননি, দর্শক হয়েই দেখতে হয়েছে দলের পরাজয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেমেই ইতিহাস গড়লেন তামিম ইকবাল। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের নিজের রেকর্ডটাই নতুন করে ভেঙেছেন। ১২৫ বলে ১৫৭ রানের ইনিংস খেলে মোহামেডানকে ৩০৭ রানের পাহাড়ে তুলেই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন।

    শুরুটা অবশ্য বেশ মন্থর ছিল তামিমের, ফিফটি করতেই ৬১ বল খেলেছেন। তবে এরপরেই রানের চাকাটা আরও সচল করেছেন, সেঞ্চুরি পুরণ করতে খেলতে হয়েছে আরও ৪১ বল। তবে ঝড়টা শুরু করেছেন এরপরেই, ২৩ বলে এরপর করেছেন আরও  ৫৭ রান। আর তাতেই নিজের একটা রেকর্ড ভেঙে দিয়েছেন।

    লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ রানের রেকর্ডটা এতোদিন তামিমেরই ছিল। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ১৫৪ রান। এবার সেই রান ছাড়িয়ে গেলেন তামিম। প্রিমিয়ার লিগে অবশ্য তামিমের সমান বা বেশি রান করার কীর্তি আছে আরও দুইটি। ২০১৩-১৪ মৌসুমে রবি বোপারা প্রাইম ব্যাঙ্কের হয়ে মোহামেডানের বিপক্ষে অপরাজিত ছিলেন ১৫৭ রানে। ২০১৪-১৫ মৌসুমে শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন ১৬১ রানের একটা ইনিংসে। বাংলাদেশের মাটিতে অবশ্য লিস্ট এ তে এর চেয়েও বেশি রানের রেকর্ড আছে। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসনের ১৮৫ রান বাংলাদেশের মাটিতে লিস্ট এ তে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

    তবে তামিমের আফসোস থাকতেই পারে। ৪৩তম ওভারে তামিম আউট না হয়ে গেলে ওই রেকর্ডও হয়তো ছাড়িয়ে যেতে পারতেন। সঞ্জিতের বলে আউট হওয়ার আগে একাই মোহামেডানকে তুলে গেছেন রানের পাহাড়ে। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান শামসুরের ৩৮। সতীর্থদের কেউ আরেকটু দাঁড়ালে আরও ধরাছোঁয়ার বাইরেই চলে যেতে পারত মোহামেডান।