• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রাইম ব্যাংকের জয়রথ চলছেই

    প্রাইম ব্যাংকের জয়রথ চলছেই    

    সংক্ষিপ্ত স্কোর

    প্রাইম ব্যাংক ২৮৪/৬, ৫০ ওভার (রাফাতুল্লাহ ১২৮, শরীফ ৩/৪২)

    লিজেন্ডস অব রুপগঞ্জ ২১৮, ৪৯.২ ওভার (নাঈম ৯৫, আল-আমিন ৫/৪৯)

    ফলঃ প্রাইম ব্যাংক ৬৬ রানে জয়ী 



    বয়স ৪০ পেরিয়ে গেছে। ৩৯ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন। বাদ পড়েছেন, তবে রাফাতুল্লাহ মোহাম্মদের ঝুলি থেকে ক্রিকেটটা ফুরিয়ে যায়নি। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই পেয়েছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত সেই সেঞ্চুরিই গড়ে দিল ব্যবধান, প্রাইম ব্যাংকের তোলা ২৮৪ রানের জবাবে ২১৮ রানেই থমকে গেছে লিজেন্ডস অব রুপগঞ্জের ইনিংস।

     

    টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে প্রাইম ব্যাংকের বিদেশী হিসেবে ছিলেন উন্মুক্ত চাঁদ। আজ নামেন রাফাতুল্লাহ, ম্যানেজমেন্টের আস্থার কী প্রতিদানটা না দিলেন এই ডানহাতি ব্যাটসম্যান! ১২৫ বলে ১২৮ রান করার পথে ১০টি চার ও ছয়টি ছয় মেরেছেন তিনি।

     

    ২৮৪ রান খুব বেশী নয় প্রিমিয়ার লিগের প্রেক্ষাপটে, তবে জাতীয় দলের ক্রিকেটাররা চলে যাওয়ার ধাক্কাটা যেন বেশিই লেগেছে রুপগঞ্জের ইনিংসে! ১৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল মোশাররফ হোসাইনের দল। সে ধাক্কা একটু সামাল দেয়ার চেষ্টা করেছিলেন ইয়াসির আলি ও নাঈম ইসলামের ৫৩ রানের জুটি।

     

    প্রাইম ব্যাংকের ২৮৪ রানই তখন এভারেস্টসম হয়ে গেছে রুপগঞ্জের কাছে। নাঈমের ব্যাটিংয়েই যা একটু এভারেস্ট জয়ের আশা দেখছিল রুপগঞ্জ। তবে ৪৭তম ওভারে নাঈম যখন ৯৫ রানে আউট হন, জয় থেকে তখনও ৭২ রান দূর, হাতে আছে ১৮ বল আর দুইটি উইকেট! রুপগঞ্জকে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন জাতীয় দলে এখন ব্রাত্য হয়ে পড়া পেসার আল-আমিন, এরপর নাহিদুল। নাহিদ থেমেছেন দুই উইকেট নিয়েই, আল-আমিন নিয়েছেন পাঁচটি।

     

    নাঈমের ইনিংস তাই শেষ পর্যন্ত বৃথায় গেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত প্রাইম ব্যাংক জিতেছে টানা পঞ্চম ম্যাচ!