এনামুল-রসুলে 'অপরাজিত' গাজী
গাজী গ্রুপ ক্রিকেটারস ২৮২/৯, ৫০ ওভার (এনামুল ৯৭, সাইফুদ্দীন ৩/৫৬)
আবাহনী লিমিটেড ২৫৭, ৪৮.১ ওভার (আফিফ ৭৬*, আলাউদ্দীন বাবু ৩/৪৫)
ফলঃ গাজী গ্রুপ ২৫ রানে জয়ী
জাতীয় দলের হয়ে যুক্তরাজ্য সফরে গেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। প্রিমিয়ার লিগে আপাতত তাঁদেরকে পাচ্ছে না গাজী গ্রুপ। তবে অধিনায়ক ও গুরুত্বপূর্ণ পেসার ছাড়াই দুর্দান্ত গাজী গ্রুপ, প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহতই আছে তাঁদের।
এনামুল হক, ৯৭। পারভেজ রসুল, ৯১। নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন গাজী গ্রুপের দুই ব্যাটসম্যানই। আর ৪১ রান করা নাদিফ চৌধুরী পারলেন না ফিফটির কাছে যেতে। তবে এই তিনজনে ভর করেই গাজী গ্রুপ তুললো ২৮২ রান। আবাহনীর সঙ্গে যথেষ্ট হলো সেটাই। প্রাইম ব্যাংকের মতো টানা পঞ্চম ম্যাচ জিতে লিগে অপরাজিত থাকলো গাজী গ্রুপও। নেট রান রেটে অবশ্য পিছিয়ে গাজী।
টসে জিতে গাজীকেই ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আবাহনী অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ১৩ রানেই প্রথম উইকেট, তাঁর মুখে হাসি ফোটারই কথা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুমিনুলও যখন ২৩ রান করে আফিফ হোসাইনের বলে বোল্ড হলেন, গাজী গ্রুপের রান ৭৪। ৯১ রানে ফিরলেন মুনিম হোসেন, পারভেজ রসুলের আগমন এরপরই।
এনামুলের সঙ্গে ৯৩ রানের জুটি এই ভারতীয় অলরাউন্ডারের। মনন শর্মার বলে ক্যাচ দিয়ে সেঞ্চুরি মিস করেছেন এনামুল, আর রসুল আউট হয়েছেন কাজী অনিকের বলে। শেষদিকে ৩৪ বলে এক ক্যামিও খেলেছেন নাদিফ।
লিটন-সাইফের ৫৫ রানের ওপেনিং জুটি আশাই দিয়েছিল আবাহনীকে। তবে মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ। দাঁড়াতে দেননি মূলত আলাউদ্দীন বাবু। ছয়ে নেমে আফিফ হোসাইন করেছেন ৭৬ রান। তবে তাঁকে সঙ্গ দেয়ার মতোও ছিলেন না কেউ। ৪৮.২ ওভারে যখন আবাহনীর শেষ ব্যাটসম্যান সাকলাইন সজীব বোল্ড হলেন আবু হায়দারের বলে, তখনও অপরাজিত আফিফ।
পাঁচ ম্যাচে এটি দ্বিতীয় পরাজয় গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর, পয়েন্ট টেবিলে তারা আছে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের পরই।