• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    রবির প্রথমে হাসল খেলাঘর

    রবির প্রথমে হাসল খেলাঘর    

    স্কোর

    খেলাঘর ৫০ ওভারে ৩০৩/৭ (রবি ১০৭, পাপ্পু ৬০, নাজিম উদ্দিন ৪০; রুবেল ৩/৫৮)

    ভিক্টোরিয়া ৫০ ওভারে ২৪৬/৯ (আরাফাত সানি-২ ৪৭, রুবেল মিয়া ৪৬;  রনদিভ ৩/৩৪)

    ফলঃ খেলাঘর ৫৭ রানে জয়ী  


    প্রিমিয়ার লিগের প্রথম দিনেই আবাহনীর সঙ্গে করেছিলেন ৭৪ রান। খেলাঘরের হয়ে এবার দারুণ ধারাবাহিক রবিউল ইসলাম রবি। তবে সবচেয়ে বেশি আলো ছড়ালেব ভিক্টোরিয়ার সঙ্গে ম্যাচে। ১০৭ রানের এক ইনিংসে পথ দেখিয়েছেন খেলাঘরকে, দলকে জিতিয়ে বাঁচিয়ে রেখেছেন সুপার লিগে খেলার আশা।

    বিকেএসপিতে সকালে খেলাঘরকে দারুণ একটা শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার রবি ও সালাউদ্দিন পাপ্পু। ১৭ ওভারেই দুজন তুলে ফেলেন ১০০ রান। পাপ্পু ফিরে গেলেও রবি ছিলেন অন্য প্রান্তে। এরপর নাফিস ইকবাল ও অমিত মজুমদারের সঙ্গে আরও দুইটি জুটিতে দলকে খেই হারাতে দেননি। লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর যখন আউট হয়েছে, খেলাঘর ৪০ ওভারে করে ফেলেছে ২২০। সেখান থেকে স্কোর ৩০০ পার ডলার মাহমুদ ও মাসুম খানের। শেষদিকে নেমে দুজনেই ঝড় তুলেছেন। ডলার ১২ বলে ২৫ রান করে আউট হয়ে গেলেও মাসুম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২২ বলে ৩১ রান করে। ভিক্টোরিয়ার হয়ে রুবেল মিয়া ৫৮ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

    এই রান তাড়া করে ভিক্টোরিয়াও শুরু থেকে উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। রুবেল মিয়া, রবিন বিস্ত, উত্তম সরকার- সবাই শুরুটা ভালো করেছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে ভিক্টোরিয়া ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ২৪৬ রান। ভারতের সুরজ রনদিভ ৩৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

    খেলাঘরের এটি ছয় ম্যাচে দ্বিতীয় জয়। আর ভিক্টোরিয়ার সুপার লিগ থেকে বাদ পড়া মোটামুটি নিশ্চিত, ছয় ম্যাচ খেলে হেরেছে সবকটিতেই।