আবহাওয়া মাথায় রাখছেন না সৌম্য
সাসেক্সে আস্তানা গড়ার ছয়দিন হয়ে গেছে আজ। মুশফিকরা এর মধ্যে একটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন। রান করে আভাস দিয়েছেন, যে উদ্দেশে আগেভাগে চলে আসা, সেটা কিছুটা সফল। আজ অনুশীলনে সৌম্য সরকারও জানালেন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আগাম চলে আসাটা কাজে দিচ্ছে।
ডিউক অব নরফোকের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে গা গরমের ম্যাচে ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে মুশফিকদের। কাল এক দিনের বিরতির পর আজ আবার অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। সেখানেই সৌম্য জানিয়েছেন, আপাতত আবহাওয়ার ব্যাপারটা মাথায় রাখছে না বাংলাদেশ দল, ‘আমরা দশ দিন আগে এসেছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নোয়ার জন্য। চেষ্টা করছি সেটা ভালোভাবে করতে। আবহাওয়ার চিন্তা মাথায় রাখছি না। এটা তো চাইলেই বদলাতে পারব না। উইকেটের সঙ্গে ধাতস্থ হওয়ারও চেষ্টা করছি। যত দ্রুত এটা করতে পারব, তত ভালো করতে পারব।’
শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ।