• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    রাজা-পিনাকে পথহারা ভিক্টোরিয়া

    রাজা-পিনাকে পথহারা ভিক্টোরিয়া    

    সংক্ষিপ্ত স্কোর

    ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৫৫ অল-আউট, ৪৫.৩ ওভার ( উত্তম ৩৫, আলী ৩-১৩)

    লিজেন্ডস অব রুপগঞ্জ ১৫৬-৪, ৪৫.৩ ওভার ( পিনাক ৬২, রুবেল মিয়া ১-১৭)

    ফলঃ রুপগঞ্জ ৬ উইকেটে জয়ী



    আগের ম্যাচে মোহামেডানের ১৩৫ রানই টপকাতে পারেনি রুপগঞ্জ। তাইজুলের স্পিনবিষে নীল হয়ে আটকে যেতে হয়েছিল ৮৪ রানেই। সেই বিভীষিকা ভুলতে সামনে যখন ভিক্টোরিয়া, রুপগঞ্জ সে সুযোগ নিবে না কেন! ভিক্টোরিয়ার কাছে তো এই প্রিমিয়ার লিগই বিভীষিকা, জয়ের মুখ যে দেখা হয়নি একবারও! সেই ধারা বজায় রাখলো তারা, এবার রুপগঞ্জের কাছে হেরে।

     

    এবার ভিক্টোরিয়ার তাইজুল বনে গেলেন পাকিস্তানী বাঁহাতি স্পিনার রাজা আলি দার। প্রিমিয়ার লিগে এবার প্রথমবার খেলতে নেমেই করলেন বাজিমাৎ। ৮.৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট!

     

    টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভিক্টোরিয়ার অধিনায়ক মনির হোসেন। তবে কিছুতেই কিছু হয়নি। সর্বোচ্চ রানের জুটি, ৩৮। প্রথম উইকেটেই। এরপর পথ হারায় ভিক্টোরিয়া, ৬৮ রানেই তিন উইকেট হারানোর পর ১০ রানের ব্যবধানে আরও তিন উইকেট নেই। রুপগঞ্জের ছয় বোলারের মধ্যে মাত্র একজনের ইকোনমি চারের ওপরে, ভিক্টোরিয়ার ওপর চাপটা স্পষ্ট। এক বোলার ছাড়া উইকেটও পেয়েছেন সবাই। তবে রাজা আলী ছাড়িয়ে গেছেন সবাইকে! ২৭ বল বাকী থাকতে ১৫৫ রানেই শেষ ভিক্টোরিয়ার ইনিংস। লিগে চতুর্থবার ২০০ এর নিচেই অল-আউট হয়ে গেল তারা।

     

    জয়রাজ ও পিনাকের শুরুর জুটিটা জমেনি। ২০ রানের মধ্যেই আরাফাত সানি ‘দুই’ এর বলে ক্যাচ দিয়েছেন জয়রাজ। দ্বিতীয় উইকেট জুটিতে ২৪ রান, ভিক্টোরিয়াকে তখনও পুরো ছিটকে দিতে পারেনি রুপগঞ্জ। মোশাররফের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৬, চতুর্থ উইকেটে নাঈমের সঙ্গে ৩৭ রানের জুটি পিনাক ঘোষের। রুপগঞ্জের ইনিংসকে ঠিক পথে আগলে রেখেছেন এই তরুণ ব্যাটসম্যানই, শেষ পর্যন্ত করেছেন ১১০ বলে ৬২ রান। দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি, তবে হাল ধরে ছিলেন তো তিনিই!

     

    ভিক্টোরিয়া খেলেছিল ৪৫.৩ ওভার। রুপগঞ্জও খেলেছে ঠিক তাই! জয়ের পথে ফিরেও এসেছে আবার। কিন্তু ওদিকে যে পথ খুঁজেই যাচ্ছে ভিক্টোরিয়া!