• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    এনামুল-আবু হায়দারে অপ্রতিরোধ্য গাজী

    এনামুল-আবু হায়দারে অপ্রতিরোধ্য গাজী    

    গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩৬, ৪৮.৪ ওভার (এনামুল ৯৩, সোহরাওয়ার্দি শুভ ৪১, নাদীফ চৌধুরি ৩৩; সাদ্দাম ৩/৩৪, কাপালি ৩/৪৮)

    ব্রাদার্স ইউনিয়ন ২২৬, ৪৮.৫ ওভার (মানভিন্দর বিসলা ৫৬, অলোক কাপালি ৪৯, মাইশুকুর ৩৮; আবু হায়দার ৪/৫২, শহীদুল ইসলাম ২/২৯)

    ফলঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ রানে জয়ী

    ম্যাচসেরাঃ এনামুল হক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)



    অল্পের জন্য শতকটা পান নি এনামুল হক বিজয়। কিন্তু এই ওপেনারের এমন বড় ইনিংসের পরও দলীয় সংগ্রহ থমকে গিয়েছিল ২৩৬ রানে। এরপর এই সীমিত পুঁজি নিয়েই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয় এনে দেয়ার নায়ক মূলত পেসার আবু হায়দার রনি। সঙ্গে মেহেদী হাসান, শহীদুল ইসলামরা মিলে ব্রাদার্স ইউনিয়নকে থামিয়ে দেন ২২৬ রানে।

     

    ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জহুরুল ইসলামকে হারায় গাজী গ্রুপ। ৫ম ওভারে ব্যক্তিগত ১৫ রান নিয়ে ফিরে যান মুমিনুল হকও। এরপর সোহরাওয়ার্দি শুভর (৪১) সাথে ৯৭ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটান এনামুল। ৫ম উইকেটে নাদীফ চৌধুরির সাথে আরও ৫৯ রান যোগ করে এনামুল ফিরে যান অলোক কাপালির বলে নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে, ৫ চার আর ৪ ছয়ে ৯৩ রান করে। অধিনায়ক নাদীফ চৌধুরির ৩৩ রানের পর গাজীর আর কোনো ব্যাটসম্যানই সেভাবে বড় ইনিংস খেলতে পারেন নি, ৬ জন আউট হয়েছেন এক অংকের রান করে। ৪৮.৪ ওভারে গাজী গ্রুপ অলআউট হয়ে যায় ২৩৬ রানে। ব্রাদার্সের হয়ে মোহাম্মদ সাদ্দাম ও অলোক কাপালি ৩টি করে উইকেট নেন।

     

    ব্রাদার্সের ইনিংসে প্রথম আঘাতটা হানেন আবু হায়দার, প্রথম ওভারে ওপেনার মিজানুর রহমানকে ০ রানে বোল্ড করে। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর অলোক কাপালি ও মানভিন্দর বিসলা প্রতিরোধ গড়ে তোলেন। ৪র্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে কাপালি ফিরে যান ব্যক্তিগত ৪৯ রান নিয়ে। ৬ষ্ঠ উইকেটে বিসলা আরও ৬০ রান যোগ করেন ধীমান ঘোষের সাথে, খেলার নিয়ন্ত্রণ তখন অনেকটাই ব্রাদার্সের দিকে। কিন্তু বিসলা (৫৬) ও ধীমানকে (৩২) একই ওভারে ফিরিয়ে ম্যাচের মোড় আবার ঘুরিয়ে দেন আবু হায়দার। ১৭০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ব্রাদার্স। মাইশুকুর রহমান এরপর একরকম একাই লড়ে যান শেষ পর্যন্ত, ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে। কিন্তু অপরপ্রান্তে বাকি উইকেটগুলো পড়ে গেলে ব্রাদার্স অলআউট হয় ২২৬ রানে, ৭ বল বাকি থাকতেই।

     

    সপ্তম রাউন্ড শেষেও একমাত্র অপরাজিত দল হিসেবে গাজী গ্রুপ রয়েছে পয়েন্ট টেবিলে সবার ওপরে।