মজিদের সেঞ্চুরির পর সানির ৬ উইকেট
প্রাইম দোলেশ্বর ৫০ ওভারে ৩৩৯/৬ (মজিদ ১১৪, ডি সিলভা ৬৪; মোহাম্মদ আরাফাত ২/৪৮)
ভিক্টোরিয়া ৪৫.৫ ওভারে ২২০ (শফিউল ৬৬, মইনুল ৬৪; আরাফাত সানি ৬/৫৬)
ফলঃ দোলেশ্বর ১১৯ রানে জয়ী
গত বছর লিগে ছিলেন বেশ ধারাবাহিক। প্রাইম দোলেশ্বরের হয়ে এবারও শুরুটা ভালো করেছিলেন, কিন্তু ৭৭ রানের ওই ইনিংসের পর হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেললেন আবদুল মজিদ। অবশেষে এবারের লিগের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন, তাঁর দল প্রাইম দোলেশ্বরও পেল বড় জয়। আট ম্যাচে পঞ্চম জয়ে টিকে রইল সুপার সিক্সের আশা। আর আট ম্যাচের সবকটিতেই হেরে তলানিতে রইল ভিক্টোরিয়া।
বিকেএসপিতে দোলেশ্বরের শুরুটা আজ ভালোই হয়েছিল। দুই ওপেনার ইমতিয়াজ ও মজিদ মিলে এনে দিয়েছিলেন ৭২ রানের জুটি। ইমতিয়াজ ফিরে গেলেও মজিদ ছিলেন অন্য প্রান্তে স্বচ্ছন্দ। শাহরিয়ার নাফীস ও মার্শাল আইয়ুবের সঙ্গে দুইটি জুটি গড়ে পথ দেখিয়েছেন দোলেশ্বরকে। ৪০.১ ওভারে যখন আউট হন, তখন ১১৪ বলে ১১৬ রান করে ফেলেছেন মজিদ। লিস্ট এ তে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি।
তবে দোলেশ্বরের রান ৩৩৯ হওয়ার বড় কৃতিত্ব শ্রীলঙ্কান ব্যাটসম্যাণ চতুরঙ্গ ডি সিলভার। মাত্র ২১ বলে ফিফটি করেছেন, এবারের লিগে এটাই দ্রুততম ফিফটি। শেষ ১০ ওভারে ১২০ রান করেছে দোলেশ্বর। ২৫ বলে ৬৪ রান করে আউট হয়েছেন ডি সিলভা।
এই রান তাড়া করে শুরু থেকেই হোঁচট খেয়েছে ভিক্টোরিয়া। মাত্র ৯ রানে প্রথম উইকেট হারানোর পর থেকেই শুরু ব্যাটসম্যানদের আসা যাওয়ার। পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়ে একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন শফিউল হায়াত ও মইনুল ইসলাম। কিন্তু আরাফাত সানির ঘূর্ণিজালে তারা অলআউট হয়ে গেছে। ৫৬ রানে ৬ উইকেট নিয়েছেন আরাফাত সানি, লিস্ট এ এটাই তাঁর সেরা বোলিং।