বৃষ্টি বাধা পেরিয়েও অদম্য গাজী
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৩২/৯, ৪৩(৪৩) ওভার (তানভীর ৫৭, মেহেদী ২/৩৬)
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১১৪/২, ২০.৫ ওভার (লক্ষ্য ৯১)
ফলঃ গাজী গ্রুপ ডি-এল পদ্ধতিতে ২৪ রানে জয়ী
একদল টুর্নামেন্টের অপরাজিত। আরেক দল সাত ম্যাচে হেরেছে দুই ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে সেই অপরাজিত গাজী গ্রুপ অপ্রতিরোধ্যই রইলো আট রাউন্ড শেষেও। আর তৃতীয় ম্যাচ হারতে হলো শেখ জামালকে।
নিয়মিত অধিনায়ক আব্দুর রাজ্জাক চোটে পড়েছেন, শেখ জামালকে এ ম্যাচে নেতৃত্ব দিলেন রাজিন সালেহ। টসে জিতে নিলেন ব্যাটিং। তানভীর হায়দারকে পাঠালেন চার নম্বরে।
আগের ছয় ইনিংসে তিনবার নেমেছিলেন ছয় নম্বরে, দুইবার আটে, একবার নয়ে। ব্যাটিংয়ে ‘পদোন্নতি’টা কাজে লাগালেন তানভীর। পারভেজ রসুলের বলে বোল্ড হওয়ার আগে ৫৪ বলে করলেন ৫৭ রান, পাঁচটি চার ও একটি ছয়ে। তানভীর ছাড়াও শেখ জামালের আরও ছয় ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অংক, তবে ফজলে রাব্বির ৩৮ এর বেশি করতে পারেননি কেউ। ৪৩ ওভারের ম্যাচে ৫.৪০ রানরেটে ২৩২ রান, লড়াই করার পুঁজিটা পেয়েই গিয়েছিল শেখ জামাল।
আর তাঁদেরকে বড় স্কোর গড়তে না দেয়ার কৃতিত্ব পুরো গাজি গ্রুপ বোলিং ইউনিটেরই। ছয় বোলারের প্রত্যেকেই নিয়েছেন উইকেট, আবু হায়দার ও মেহেদি হাসান দুইটি করে।
ব্যাটিংয়ে শুরুর দিকেই উইকেট তুলে নিয়ে গাজীকে একটা ধাক্কা দিতে চেয়েছিল শেখ জামাল। লিগের পঞ্চম সর্বোচ্চ রান-সংগ্রাহক এনামুলকে এলবিডাব্লিউ করেছিলেন আরেক গাজী, সোহাগ গাজী। তবে মুমিনুলের সঙ্গে জহুরুলের ৬৫ রানের জুটিতে ঠিক পথেই রইলো গাজী গ্রুপ। মুমিনুলকে এলবিডাব্লিউ করলেন ব্যাট হাতের শেখ জামালের নায়ক তানভীরই। তবে এরপর খেলা হলো আর ৩.২ ওভার। বৃষ্টি নামলো এরপরই।
বৃষ্টিই নিশ্চিত করে দিল গাজী গ্রুপের জয়। বৃষ্টি নামার আগে যে গাজী ডি-এল পদ্ধতিতে এগিয়ে ছিল ২৩ রানে।