মনন-লিটনে উড়ে গেল ভিক্টোরিয়া
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৩০, অল-আউট, ৪২.৪ ওভার (আরাফাত ৪৭, মনন ৪/২১)
আবাহনী লিমিটেড ১৩৪/২, ২০.৫ ওভার (সাদমান ৫৮, লিটন ৫০, আরাফাত ১/১৮)
ফলঃ আবাহনী ৮ উইকেটে জয়ী
ভিক্টোরিয়ার নামটাই যেন এখন উপহাস করছে তাদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেও যে জয়ের দেখা পায়নি তারা! সেই পরাজয়ের তালিকায় সর্বশেষ সংযোজন, আবাহনীর সঙ্গে ৮ উইকেটের বিশাল পরাজয়।
ফতুল্লায় টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভিক্টোরিয়ান অধিনায়ক মনির হোসেন। ওই ব্যাটিং নেয়া পর্যন্তই, ৭ রানের মাঝেই প্রথম উইকেট যাওয়ার পর থেকে শুধু যাওয়া আসাতেই ব্যস্ত ছিলেন ভিক্টোরিয়ান ব্যাটসম্যানরা। দ্বিতীয় উইকেটে ৭৫ বলে ৩৬ রানের জুটিটাই সর্বোচ্চ। ৪৪ বল বাকি থাকতেই তাই শেষ ভিক্টোরিয়ার ইনিংস। আরিফুল, সাইফুদ্দীন, সাকলাইন সজীবরা নিয়েছেন দুইটি করে উইকেট।
লেট মিডল অর্ডার ও লোয়ার অর্ডার প্রায় একাই ধ্বসে দিয়েছেন ভারতীয় স্পিনার মনন শর্মা। ছয় ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি।
লিগে ভিক্টোরিয়ার এটিই সর্বনিম্ন রানের ইনিংস।
আগের ম্যাচেই মোহামেডানেরে সঙ্গে রীতিমতো রানের পাহাড় গড়েছিলেন আবাহনীর ব্যাটসম্যানরা। তাঁদের কাছে এই লক্ষ্যটা তাই ছেলেখেলাই হয়ে গেছে প্রায়। ওপেনিং জুটিতেই ১৩ ওভারে ৭৪ রান তুলেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস ও সাদমান ইসলাম। লিটন নয় চারে ৩৮ বলে ফিফটি করে আউট হয়েছেন। আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন ২ রান করে আউট হলেও সাইফ হাসানকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছানোর কাজটা সেরেছেন সাদমান। তিনি অপরাজিত ছিলেন ৫৮ রানে। ম্যাচ যখন শেষ, আবাহনীর ইনিংসে তখনও বাকি ১৭৫ বল। এবারের মৌসুমে এর চেয়ে বেশী বল বাকি রেখে জয়ের ঘটনা আছে একটিই, পারটেক্সের সঙ্গে ১৯৩ বল বাকি থাকতে জিতেছিল ব্রাদার্স।
আর আবাহনীর ৮ উইকেটের জয় উইকেট হিসাবে লিগের সবচেয়ে বড় জয়গুলোর একটি। এর আগে দুইবার আট উইকেটে জিতেছিল লিগে এখন পর্যন্ত অপরাজিত দল গাজী গ্রুপ।