• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভিক্টোরিয়ার প্রথম জয়ে নায়ক কার্তিক

    ভিক্টোরিয়ার প্রথম জয়ে নায়ক কার্তিক    

    পারটেক্স ক্রিকেট ক্লাব ২৯৮/৯, ৫০ ওভার (ইরফান শুক্কুর ৯৫, সাজ্জাদুল হক ৭৫; মাহবুবুল করিম ৪/৬৫, মনির হোসেন ৩/৪৯)

    ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২৯৯/৮, ৪৯.৩ ওভার (অরুণ কার্তিক ৮৯, রুবেল মিয়া ৭৩ (রিটায়ার্ড); ইমরান আলী ৪/৫৫, জাকারিয়া মাসুদ ২/৫৮)

     

    ফলঃ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২ উইকেটে জয়ী

     

    ম্যাচসেরাঃ অরুণ কার্তিক (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)


     

    অধিনায়ক ইরফান শুক্কুর আর সাজ্জাদুল হক দলকে বড় পুঁজিই এনে দিয়েছিলেন। কিন্তু ২৯৮ রানও যথেষ্ট হল না পারটেক্সের জেতার জন্য। রুবেল মিয়া, অরুণ কার্তিকরা ভিক্টোরিয়াকে এনে দিলেন এবারের আসরের প্রথম জয়ের স্বাদ। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইটা জমলো বেশ, আর তাতে পারটেক্স ক্রিকেট ক্লাবকে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১০ম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল ভিক্টোরিয়া।

     

    ২৯৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার নাসিরুদ্দিন ফারুককে হারানোর পর আরেক ওপেনার রুবেল মিয়া আর ভারতীয় ব্যাটসম্যান অরুণ কার্তিকের ব্যাটে জবাব দিতে থাকে ভিক্টোরিয়া। ১৪৪ রানের জুটি গড়ে রুবেল ‘রিটায়ার্ড’ হয়ে মাঠ ছাড়েন ব্যক্তিগত ৭৩ রান নিয়ে, দলীয় ১৮২ রানের মাথায় কার্তিকও মাঠ ছাড়েন রিটায়ার্ড হয়ে। পরে আবার ব্যাট করতে নেমে আউট হয়ে ফেরেন দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে, ৭৬ বলে ৭ চার আর ২ ছয়ে ৮৯ রান করে। পারটেক্সের পক্ষে ইমরান আলী একাই ভিক্টোরিয়ার প্রথম সারির ৪ উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেন নি।

     

    এর আগে প্রথম ১৯ ওভারে টপ অর্ডারের এনে দেয়া ৩ উইকেটে ৭৪ রানের ওপর দাঁড়িয়ে ১৫৫ রানের জুটি গড়েন পারটেক্সের অধিনায়ক ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হক। ৫ রানের জন্য সেঞ্চুরিটা পান নি ইরফান। ৯৫ রানের ইনিংসটি খেলেন ৯২ বলে, ৬ চার আর ১ ছয়ে। এর আগে সাজ্জাদ ফিরে যান ৭২ বলে ৭৫ করে। এরপর রাজিব (২১)-রাকিনদের (৩১) ব্যাটে দলীয় সংগ্রহ গিয়ে থামে ২৯৮ রানে। ভিক্টোরিয়ার পক্ষে মাহবুবুল আলম ৬৫ রানে ৪টি ও অধিনায়ক মনির হোসেন ৪৯ রানে ৩টি উইকেট নেন।