গাজীকে উড়তে দিল না প্রাইম ব্যাংক
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ২১৪/৯, ৫০ ওভার (মুমিনুল ৭৯, নাজমুল ৩/৪৫)
প্রাইম ব্যাংক ২১৮/৩, ৪৬.৫ ওভার (জাকির ৬৬, হোসেন ১/২৮)
ফলঃ প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী
টানা নয় ম্যাচ জয়। গাজী গ্রুপ রীতিমতো উড়ছিল। সেই গাজীকে মাটিতে নামিয়ে এনেছিল কলাবাগান। গাজীকে প্রথম পর্বের শেষ ম্যাচেও ‘টেক-অফের’ সুযোগ দিল না প্রাইম ব্যাংক। ফতুল্লায় বরং গাজীকে ৭ উইকেটে হারিয়ে সুপার লিগে নিজেদের শক্ত অবস্থানের জানানটা দিল তারাই।
টসে জেতা প্রাইম ব্যাংক নিয়েছিল ফিল্ডিং। ৩ রানের মধ্যেই নেই দুই ওপেনার, সেই চাপ বেশ ভালভাবেই সামলিয়ে উঠলেন মুমিনুল হক ও জহুরুল ইসলাম। তৃতীয় উইকেটে দুজনের জুটি ১৪৯ রানের, মুমিনুল করেছেন ৭৯, জহুরুল চোট পেয়ে উঠে যাওয়ার আগে ৬৬। তবে ওই পর্যন্তই, গাজী গ্রুপের ইনিংসে এরপর বলার মতো শুধু অধিনায়ক নাদিফে চৌধুরির সঙ্গে সোহরাওয়ার্দি শুভর ৪৯ রানের একটা জুটি। ৫০ ওভারে ৯ উইকেটে ২১৪ রানেই তাই থামতে হয়েছে গাজীকে।
প্রাইম ব্যাংকের ইনিংসে বল করেছেন ৮ জন, ৪৫ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল নাজমুল ইসলাম। আর ২২ রানে ২ উইকেট তাইবুরের।
প্রাইম ব্যাংক অধিনায়ক মেহেদী মারুফ ১৬ রানেই আউট হয়েছিলেন, তবে তাঁর পরের ব্যাটসম্যানরা ঠিক পথেই রেখেছেন দলকে। জাকিরের ৬৬, ইশ্বরনের ৫২, আল-আমিন ৪১, তাইবুরের ৩৩; ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়ে গেছে চতুর্থ অবস্থানে থেকে সুপার লিগে ওঠা প্রাইম ব্যাংকের।