লিটন-শান্তদের ব্যাটে জয়ে শুরু আবাহনীর
আবাহনী লিমিটেড ৩২১/৬, ৪৭ ওভার (লিটন দাস ৮৫, নাজমুল হোসেন শান্ত ৬৫, মোহাম্মদ মিথুন ৬০; আল-আমিন হোসেন ২/৪৩,আরিফুল হক ২/৭০)
প্রাইম ব্যাংক ২৭৩, ৪৩.৩ ওভার (জাকির হাসান ৫৫, নাহিদুল ইসলাম ৪৩, অভিমন্যু এশরন ৪৩; মননশর্মা ৩/৫৪, শুভাগত ২/৪৩)
ফলঃ আবাহনী ৬০ রানে জয়ী
ম্যাচসেরাঃ লিটন দাস (আবাহনী লিমিটেড)
ব্যাটসম্যানদের নৈপুণ্যে সুপার লিগে শুভ সূচনা করেছে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৭ ওভারে আবাহনীর করা ৬ উইকেটে ৩২১ রানের জবাবে ৪৩.৩ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক।
ওপেনারের লিটন দাসের ৮৫ রানের ইনিংসটিতে বড় সংগ্রহের ভিত পায় আবাহনী। ৭৩ বলের ইনিংসটি লিটন সাজান ৮ চার ও ৪ ছয়ে। এরপর সাইফ হাসানের ৪৬, নাজমুল হোসেন শান্তর ৬৫ ও মোহাম্মদ মিথুনের ৬০ রানে ৩০০ ছাড়ায় আবাহনীর সংগ্রহ। প্রাইম ব্যাংকের পক্ষে আল-আমিন হোসেন ও আরিফুল হক ২টি করে উইকেট নেন।
জবাবে ৬৪ রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালো করে প্রাইম ব্যাংকও। জাকির হাসানের ৩৮ বলে ৫৫ রানের পর নাহিদুল ইসলাম ও অভিমন্যু এশরণ করেন ৪৩ রান করে। কিন্তু পরের দিকে সালমান হোসেনের ২৪ আর অধিনায়ক আসিফ আহমেদের ৩২ ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হলে ২৭৩ রানে থেমে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। আবাহনীর পক্ষে মনন শর্মা ৩টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন, শুভাগত হোম ও আফিফ হোসেন ২টি করে উইকেট নেন।