কোহলিকে ছাড়িয়ে সাতের শীর্ষে আমলা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫ ও ৬ হাজার রানের রেকর্ডে বিরাট কোহলিকে পিছনে ফেলেছিলেন। এবার ৭ হাজার রানেও ভারতীয় অধিনায়ককে ছাড়িয়ে সবচেয়ে কম ইনিংস খেলে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন আমলা।
সিরিজের তৃতীয় ও শেষ ওডিআইতে স্বাগতিকরা ১৫৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলার ব্যাটে অনায়াস জয়ের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। আর তাতে ব্যক্তিগত ইনিংসে ২৩ রানে পৌঁছেই দ্রুততম ৭ হাজার ওয়ানডে রানের নতুন রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। ১৫০তম ওয়ানডে ইনিংসে এই মাইলফলক ছুঁলেন আমলা যা কোহলির চেয়ে ১১ ইনিংস কম।
এছাড়া আজকের ইনিংসে ২৮ রান করে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করা ওপেনার হিসেবে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকেও ছাড়িয়ে গেছেন আমলা। আমলা ১০০-এর বেশি ওয়ানডে খেলা বিশ্বের ৫ জন ব্যাটসম্যানের একজন যাঁদের ওয়ানডে ব্যাটিং গড় ৫০-এর বেশি। ২৪টি ওয়ানডে সেঞ্চুরি নিয়ে তিনি ডি ভিলিয়ার্সের সাথে যৌথভাবে ৫০ ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও।