• দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড
  • " />

     

    ওয়ানডেতে শীর্ষে রাবাদা

    ওয়ানডেতে শীর্ষে রাবাদা    

    কদিন আগেই ২২তম জন্মদিন পালন করেছেন। ইংল্যান্ডের সঙ্গে নিজ দল দক্ষিণ আফ্রিকা সিরিজ হারলেও বল হাতে পারফরম্যান্সটা খারাপ যায়নি কাগিসো রাবাদার। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন এই তরুণ পেসার।

     

    ১৯৯৮ সালে সাকলাইন মুশতাকের পর রাবাদাই ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা কনিষ্ঠতম বোলার। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ইমরান তাহিরকে, ২ রেটিংয়ে। ইংল্যান্ড সিরিজে ৭ উইকেট নিয়েছেন রাবাদা, আর প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকার পর শেষ দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তাহির। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ৯ নম্বরে আছেন সাকিব আল হাসান।

     

    ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন এবি ডি ভিলিয়ার্স। শুধু তিনি নন, শীর্ষ দশে আছেন কুইন্টন ডে কক, ফ্যাফ ডু প্লেসি ও হাশিম আমলাও।

     

    বাংলাদেশীদের মধ্যে এগিয়ে আছেন তামিম ইকবাল, ১৯ নম্বরে।

     

    কদিন আগেই দলীয় র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে লড়াই হবে র‍্যাঙ্কিং নিয়েও।