'আমার তো নাচতে ইচ্ছে করছিল'
ম্যাচের আগে বলেছিলেন, নিজের দলকে ‘ফেভারিট’ মানছেন না। রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের বিপক্ষে অবশ্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জিদানের মাদ্রিদ। শিরোপা জয়ের পর জিদান বলেছেন, আনন্দে তাঁর ‘নাচতে’ ইচ্ছে করছিল!
এই মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে জিদানের, “বছরটা দারুণ কেটেছে। পুরোটাই যেন স্বপ্ন! লা লিগা জিতেছি, চ্যাম্পিয়নস লিগও জিতলাম। ফাইনালে ওঠা সহজ ছিল না। দলের সবাই নিজেদের সবটুকু দিয়েছে মৌসুমজুড়েই। মাদ্রিদের প্রত্যেক সদস্যই সমান। এই শিরোপা জয় সম্মিলিত প্রচেষ্টারই ফল।”
সামনের মৌসুমেও মাদ্রিদেই থাকবেন জিজু, “আজীবন এখানে থাকব কিনা সেটা বলতে পারছি না। কিন্তু সামনের মৌসুমে মাদ্রিদেই থাকছি। আমি এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ। মাদ্রিদের স্থান আমার হৃদয়ে। আজকে শেষ বাঁশি বাজার পর তো নাচতে ইচ্ছে করছিল! অনেকেই বলছে আমি নাকি বিশ্বের সেরা কোচ। কিন্তু এরকম কিছুই না।”