• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'নিন্দুকের জবাব মাঠেই দিয়েছি'

    'নিন্দুকের জবাব মাঠেই দিয়েছি'    

    মৌসুমজুড়ে কম সমালোচনা সহ্য করতে হয়নি। জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে মাদ্রিদকে এনে দিয়েছেন ১২তম শিরোপা। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গোল পেয়েছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ফাইনালের ‘নায়ক’ ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, নিন্দুকের জবাবটা মাঠেই দিয়েছেন।

    রোনালদো মনে করেন, ফাইনালের পারফরম্যান্স সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছে, “আমি সবকিছুর জবাব মাঠেই দিয়েছি। যারা আমার সমালোচনা করে আসছিল তাঁরা আবারো চুপ হয়েছে। দারুণ একটা মৌসুম কেটেছে আমার। রেকর্ড গড়ে চ্যাম্পিয়নস ট্রফি জিততে পেরে আমি খুশি। আমরাই প্রথম দল হিসেবে পরপর দুবার এই শিরোপা জিতলাম। আমি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছি! এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না।”

     

     

    কোচ জিদানের প্রশংসায় পঞ্চমুখ সিআর সেভেন, “জিজু শুরু থেকেই ইতিবাচক ছিল। তিনি আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন। আমরা ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ খেলে সেটার প্রতিদানও দিয়েছি। আমি তাঁকে এবং মাদ্রিদের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তাঁরা সবসময় আমাদের পাশে ছিল। আমাদের একটাই লক্ষ্য, আগামী বছর আবারো শিরোপা জেতা।”