• " />

     

    'আম্পায়ারস কলে' কাটা পড়বে না রিভিউ

    'আম্পায়ারস কলে' কাটা পড়বে না রিভিউ    

    রিভিউ পদ্ধতি চালু হওয়ার পর থেকেই এটা নিয়ে কম বিতর্ক হয়নি। এলবিডব্লিউয়ের রিভিউ নেওয়ার পর ‘আম্পায়ারস কল’ হলে মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তই বহাল থাকতো। ফলে আবেদনকারী দলের একটি রিভিউও নষ্ট হতো। এবার সেই নিয়মে আসছে পরিবর্তন। ‘আম্পায়ারস কল’ হলে এবার থেকে আবেদনকারী দলের রিভিউটা নষ্ট হবে না।

     

    শুক্রবার আইসিসির বৈঠকে বেশ কয়েকটি নতুন নিয়মের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। রিভিউ পদ্ধতিতে ‘আম্পায়ারস কল’ ব্যাপারে কথা হচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, এরকম কিছু হলে দলের রিভিউ কাটা পড়বে না। একই সাথে খানিকটা পরিবর্তন আনা হয়েছে কখন ‘আম্পায়ারস কল’ হবে সেটাটেও। আগে আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নিলে বলের অর্ধেকের বেশি স্টাম্প ও বেলের গায়ে না লাগলে সেটা ‘আম্পায়ারস কল’ হিসাবে ধরা হতো। এখন বল স্টাম্পে লাগলেই আউট দিতে হবে। তবে বেলে লাগার ক্ষেত্রে বলের অর্ধেকের বেশি অংশ বেলের নিচেই লাগতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজেই শুরু হবে এই নিয়মের বাস্তবায়ন।

    রিভিউ পদ্ধতির পরিবর্তন ছাড়াও আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন থেকে টেস্টে ৮০ ওভারের পর নতুন রিভিউ পাবে না কোনো দল। টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে এখন থেকে ব্যবহার করা হবে রিভিউ পদ্ধতি। এছাড়াও গত মার্চে  প্রস্তাবিত ব্যাটের আকারের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাটের মাপ হবে ১০৮ মিলিমিটার চওড়া, ৬৭ মিলিমিটার পুরু এবং কোনার দিকে ৪০ মিলিমিটার। 

    এদিকে মাঠে অসদাচরণের জন্য ক্রিকেটারদের মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়ার। সব দেশই এই নিয়মের সাথে একমত বলেই জানিয়েছে আইসিসি। এছাড়া রান নেওয়ার সময় স্টাম্পে বল লাগার আগে ক্রিজে ব্যাট রাখার পর ব্যাট মাটি থেকে ওপরে উঠে গেলেও তাঁকে আউট দেওয়া যাবে না। সবগুলো নিয়ম আগামী ১ অক্টোবর থেকে চালু হবে।