• শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
  • " />

     

    অতি চালাক হতে গিয়েই ফেঁসে গেলেন ডিকভেলা!

    অতি চালাক হতে গিয়েই ফেঁসে গেলেন ডিকভেলা!    

    ক্রিকেটের চেতনা বহির্ভূত আবেদনের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কান উইকেটকিপার নিরোশান ডিকভেলাকে। গলে জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডেতে সেঞ্চুরিয়ান সলোমন মিরের বিপক্ষে এই স্টাম্পড এর আবেদন করেছিলেন তিনি। 
     
    জিম্বাবুয়ের ঐতিহাসিক রান তাড়ার সপ্তম ওভারে আকিলা দনঞ্জয়ার ওয়াইড বলে সুইপের চেষ্টা করেছিলেন মিরে। ডিকভেলা বল ধরে অপেক্ষা করেছিলেন বেশ কিছুক্ষণ। মিরে বেসামাল হয়ে পড়েননি, তবুও স্টাম্প ভেঙে দিয়ে আবেদন করেছিলেন ডিকভেলা। ততক্ষণে বল ডেড হয়ে যাওয়ার কথা, মিরে যে নিজের শট পূর্ণ করেছিলেন। তবে ডিকভেলার আবেদন গ্রহণ করেছিলেন দুই আম্পায়ার ইয়ান গৌল্ড ও রুচিরা পালিয়াগুরুগে। সাহায্য নিয়েছিলেন টিভি আম্পায়ার নাইজেল লংয়ের। ‘সফট সিগন্যাল’ অবশ্য দেননি। তবে রিপ্লে দেখিয়েছিল, বেল পড়ে যাওয়ার সময় ক্রিজের ভেতরেই ছিলেন মিরে। 
     
    ডিকভেলার ওই আবেদনকেই চেতনা বহির্ভূত মনে করেছেন ম্যাচ অফিশিয়ালরা। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের জরিমানার সিদ্ধান্ত ডিকভেলা মেনে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানিরও প্রয়োজন হয়নি আর। তবে জরিমানার সঙ্গে দুইটি ‘ডিমেরিট’ পয়েন্টও পেয়েছেন ডিকভেলা। এ নিয়ে গত দুই বছর সময় ব্যবধানের মধ্যেই সাতটি ‘ডিমেরিট’ পেলেন ডিকভেলা। আরেকটি পেলে কমপক্ষে দুই টেস্ট অথবা চার ওয়ানডের জন্য বহিষ্কার হবেন তিনি। 
     
    এর আগে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার সঙ্গে লেগে গিয়েছিল তার। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বেশি। 
     
    ডিকভেলার জরিমানার চেয়েও অবশ্য বড় একটা আঘাত পেয়েছে শ্রীলঙ্কা, দ্বিতীয় ওয়ানডের আগেই। অসুস্থতার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না পেসার লাসিথ মালিঙ্গা। ২ জুলাই গলেই হবে দ্বিতীয় ওয়ানডে।