ভারতকে হারানোর ব্যাপারে 'আত্মবিশ্বাসী' ছিলেন হোল্ডার
মাত্র ১৮৯ রানের পুঁজি নিয়ে নেমেছিলেন। জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে এই অল্প রানই তাড়া করতে পারেনি কোহলিরা। ২৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া ক্যারিবিয় অধিনায়ক হোল্ডার বলছেন, ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
প্রথমবারের মতো ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়েছেন। সিরিজে ২-০ তে পিছিয়ে থাকার পর এভাবে ঘুরে দাঁড়াতে পেরে দারুণ খুশি হোল্ডার, “আমরা জানতাম ভারতকে হারাতে পারব। শুধু এরকম ফলাফলের অপেক্ষায় ছিলাম। দারুণ বোলিং করেছে সবাই। তবে বিশেষভাবে বলতে চাই কেসরিক উইলিয়ামসের কথা। নিজের দ্বিতীয় ম্যাচেই ৪৯তম ওভারের ওরকম পরিস্থিতিতে সে যেভাবে বল করেছে, সেটা সত্যিই অসাধারণ। অনেক সাহসিকতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে সে।”
ভারতের টপ অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই ছিল মূল লক্ষ্য, জানালেন হোল্ডার, “পুরো সিরিজেই ভারতের টপ অর্ডার দারুণ ব্যাটিং করেছে। এই ম্যাচে পুঁজি কম ছিল। নতুন বলে উইকেট নেওয়াটা তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ধাওয়ান, রাহানে, কোহলিদের যত দ্রুত সম্ভব ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। সব মিলিয়ে আমরা সফল। শেষ ম্যাচেও এটা ধরে রাখতে চাই।”