• দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড
  • " />

     

    ডু প্লেসির জায়গায় অধিনায়ক এলগার

    ডু প্লেসির জায়গায় অধিনায়ক এলগার    

    লর্ডস টেস্টে নাও থাকতে পারেন, এমন একটা ফিসফাস শোনা যাচ্ছিল আগে থেকেই। সেটিই এবার সত্যি হলো, নবজাতক ও স্ত্রীর পাশে থাকার জন্য ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে থাকছেন না ফাফ ডু প্লেসি। অধিনায়ক হিসেবে তাই অভিষেক হতে যাচ্ছে ডিন এলগারের।

    দিন চারেক আগেই ডু প্লেসি পরিবারের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। কিন্তু সন্তানের জন্ম দিতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন ডু প্লেসির স্ত্রী, নবজাতকও শুরু থেকে সুস্থ ছিল না। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন, সেরে না ওঠা পর্যন্ত সন্তানের পাশেই থাকবেন। সেজন্য লর্ডসে নাও থাকতে পারেন, তেমন আভাসও দিয়েছেন। এই মুহূর্তে অবশ্য স্ত্রী ও সন্তান কিছুটা সুস্থ, হাসপাতাল থেকে বাসায়ও এসেছে। তবে লর্ডসে খেলা শুরু হচ্ছে তিন দিন পরেই। এর মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ডু প্লেসি। তবে দ্বিতীয় টেস্ট থেকেই তাঁর খেলার কথা।

    এই সুযোগে অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাচ্ছে ডিন এলগারের। পাঁচ বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এলগারের। এখন দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে দলে থিতু। ৩৫ টেস্টে দুই হাজারের বেশি রানও করে ফেলেছেন। বর্ণবাদ থেকে ফেরার পর দক্ষিণ আফ্রিকার ১২তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন এলগার। আর ডু প্লেসির জায়গায় দলে অভিষেক হতে পারে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান হেইনো কুনের।