• " />

     

    'পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পায় ভারত'

    'পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পায় ভারত'    

    দুই বোর্ডের দ্বন্দ্বটা প্রতিনিয়তই বাড়ছে। পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে বিসিসিআইয়ের গড়িমসিতে নিজেদের ক্ষোভটা প্রকাশ্যেই বলেছেন পিসিবির কর্মকর্তারা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে পরাজয়ের পর তাঁদের সাথে সিরিজ খেলতে ভয় পাচ্ছে ভারত।

    কয়েক মাস আগে থেকেই পাকিস্তান দাবি করছে, সম্মতি চুক্তি করেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেনি ভারত। অন্যদিকে তাঁদের দাবি উড়িয়ে দিয়ে পাকিস্তানের সাথে আইসিসি ইভেন্টে না খেলার প্রস্তাব তোলার কথাও বলেছিল। শাহরিয়ার খান বলছেন, এবারের ফাইনালের পরাজয় ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, “চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা তাঁদের হারিয়ে শিরোপা জিতেছি। আমরা তাঁদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার চ্যালেঞ্জ জানাচ্ছি। তারা আমাদের সাথে খেলতে চায় না, কারণ তারা আমাদের ভয় পায়। তাঁরা বলে, আইসিসি টুর্নামেন্টে খেললেও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না! ব্যাপারটা হাস্যকর।”

     

    ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কার বাসে হামলার পর পাকিস্তানে খেলতে যায়নি কেউই। শাহরিয়ার খান মনে করেন, এখন পাকিস্তান সফর করা পুরোপুরি নিরাপদ, “চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সবাই আমাদের বিপক্ষে খেলতে চাইবে। তাঁদের উচিত পাকিস্তানে আসা, এখন এখানে যথেষ্ট নিরাপত্তা আছে। যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে আবারো সবাই পাকিস্তানে আসা শুরু করবে। আমরা শ্রীলংকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। হয়তো তারা টি-টোয়েন্টি সিরিজের জন্য দল পাঠাবে।”