'পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তি সই করেছিল ভারত'
‘সম্মতি চুক্তি’ অগ্রাহ্য করায় কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিল পিসিবি। পরে অবশ্য বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, দুই দেশের মাঝে কোনো চুক্তিই হয়নি! এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘সম্মতি চুক্তি’ না হলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তি সই করেছিল ভারত।
শাহরিয়ার খান বলছেন, পাকিস্তানের নোটিশ পাঠানো নিয়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ চৌধুরীর আনা অভিযোগ একেবারেই ঠিক নয়, “বিসিসিআইয়ের দুটি কথার সাথে আমরা মোটেও একমত না। প্রথমত, সিরিজ আয়োজনে সরকারের অনুমতির কোনো বিষয়ই ছিল না আলোচনার সময়। দ্বিতীয়ত, ‘সম্মতি চুক্তি’ নামে হয়তো স্বাক্ষর হয়নি, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল, এই চুক্তি হলে লভ্যাংশ বন্টন নীতিতে পাকিস্তান ভারতের পক্ষেই থাকবে।”
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকারের অনুমতি পেলেই সিরিজ আয়োজন করবে তারা। শাহরিয়ার খান বলছেন, পুরো ব্যাপারটি এখন বিসিসিআইয়ের ওপরই নির্ভর করছে, “আমাদের আইনি নোটিশ যথেষ্ট শক্তিশালী। আমাদের সরকার নয়, ভারত সরকারই সব সমস্যা সৃষ্টি করছে। এখন যা করার বিসিসিআইকেই করতে হবে। চুক্তি স্বাক্ষর করে আমরা আমাদের কাজ আগেই করেছি।”