'বিসিসিআই-পিসিবির কোনো সম্মতি চুক্তি হয়নি'
সম্মতি চুক্তি অগ্রাহ্য করে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হওয়ায় কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ চৌধুরী জানালেন, দুই বোর্ডের মাঝে কোনো ‘সম্মতি চুক্তিই’ হয়নি! তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে ভারত সরকারের অনুমতি ছাড়া কিছু করতে পারবে না বিসিসিআই।
বেশ কয়েকমাস হলো পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, ২০১৪ সালে দুই দেশের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে সম্মতি চুক্তি হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভারত সেটা না মেনেই সিরিজ বাতিল করে। তবে অমিতাভ বলছেন ভিন্ন কথা, “আমার সঠিকভাবে মনে নেই। তবে এটুক বলতে পারি সেটা কোনো ‘চুক্তি’ ছিল না। সাধারণ একটা চিঠি দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে। আনুষ্ঠানিকভাবে সেটা এখনো চুক্তির পর্যায়ে যায়নি। তাই পাকিস্তানের দাবি অমূলক। তবে আমরা তাঁদের বিপক্ষে খেলতে চাই।”
গত মাসেই জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সরকারের কাছে আবেদন করেছে বিসিসিআই। অমিতাভ আবারো বললেন, সরকারের অনুমতি ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব হবে না, “ আমি আবারো বলতে চাই, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার ইচ্ছা আছে বলেই সরকারকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু যতক্ষণ তাঁদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে, আমি কিছু নিশ্চিত করতে পারবো না।”