৪৮ ঘণ্টার মধ্যে মাদ্রিদ ছাড়তে চান হামেস
মাদ্রিদ ছাড়ার আভাস দিয়েছিলেন আগেই। হামেস রদ্রিগেজ এবার দ্রুতই রিয়ালের পাট চুকিয়ে বিদায় বলতে ইচ্ছুক। জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টার মাঝেই মাদ্রিদ ছাড়তে চান এই কলম্বিয়ান মিডফিল্ডার।
জিদানের মাদ্রিদে বরাবরই খুব একটা জায়গা পাননি। দুই মৌসুমে ৬০ ম্যাচের ৩৩ টিতে মাঠে নামা হামেসের আক্ষেপটা ক্রমশই বাড়ছিল। বেশ কয়েকবার তো নিজের ক্ষোভের কথা আকারে ইঙ্গিতে প্রকাশও করেছিলেন। গত মৌসুমে বার্নাব্যুতে মাদ্রিদের শেষ ম্যাচে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতেই নিশ্চিতভাবে মনে করা হচ্ছিল শেষ পর্যন্ত ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন। দুদিন আগেই মাদ্রিদে যোগ দিয়েছেন সেবালোস। তাঁর যোগদানের ফলে মাদ্রিদ একাদশে হামেসের জায়গা পাওয়াটা আরও কঠিনই হয়ে যাবে। ঠিক এই কারণেই হয়তো আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছেন না তিনি। যদিও মাদ্রিদ সভাপতি পেরেজ বরাবরই তাঁকে ক্লাবে রাখার কথা বলেছেন, কিন্তু হামেস নিজেই ক্লাব ছাড়তে চাইলে সেটা আর সম্ভব হবে না।
হামেসের সম্ভাব্য গন্তব্য হতে পারে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা চেলসি। তাঁর ট্রান্সফার ফি আনুমানিক ৭০ মিলিয়ন ইউরোর কাছাকাছি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।